< গীতসংহিতা 114 >

1 ইস্রায়েল যখন মিশর ছেড়ে বের হয়ে এল, যাকোবের গোষ্ঠী পরভাষী লোকেদের ছেড়ে,
בצאת ישראל ממצרים בית יעקב מעם לעז
2 যিহূদা ঈশ্বরের পবিত্রস্থান হয়ে উঠল, আর ইস্রায়েল হল তাঁর আধিপত্য।
היתה יהודה לקדשו ישראל ממשלותיו
3 সমুদ্র দেখল আর পালিয়ে গেল, জর্ডন পিছু ফিরল;
הים ראה וינס הירדן יסב לאחור
4 পর্বতমালা মেষের মতো, পাহাড়গুলি মেষশাবকের মতো লাফিয়ে উঠল।
ההרים רקדו כאילים גבעות כבני-צאן
5 হে সমুদ্র, কেন তুমি পালিয়ে গেলে? হে জর্ডন, কেন তুমি পিছু ফিরলে?
מה-לך הים כי תנוס הירדן תסב לאחור
6 হে পর্বতমালা, কেন তোমরা মেষের মতো, তোমরা পাহাড়গুলি, মেষশাবকের মতো লাফিয়ে উঠলে?
ההרים תרקדו כאילים גבעות כבני-צאן
7 হে পৃথিবী, প্রভুর সামনে, আর যাকোবের ঈশ্বরের সামনে কম্পিত হও।
מלפני אדון חולי ארץ מלפני אלוה יעקב
8 তিনি শৈলকে জলাশয়ে, কঠিন শৈলকে জলের উৎসে পরিণত করলেন।
ההפכי הצור אגם-מים חלמיש למעינו-מים

< গীতসংহিতা 114 >