< Salmos 121 >

1 Alzaré mis ojos a los montes de donde vendrá mi socorro.
একটি আরোহণ সংগীত। আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি— কোথা থেকে আমার সাহায্য আসে?
2 Mi socorro es de parte de Jehová; que hizo los cielos y la tierra.
স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সদাপ্রভুর কাছ থেকে আমার সাহায্য আসে।
3 No dará tu pie al resbaladero: ni se dormirá el que te guarda.
তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না, তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না;
4 He aquí, no se adormecerá, ni dormirá el que guarda a Israel.
সত্যিই, যিনি ইস্রায়েলের রক্ষক, তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না।
5 Jehová será tu guardador: Jehová será tu sombra sobre tu mano derecha.
সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভু তোমার ডানদিকে তোমার ছায়া;
6 De día el sol no te fatigará, ni la luna de noche.
দিনে সূর্য তোমার ক্ষতি করবে না, এমনকি রাতে চাঁদও করবে না।
7 Jehová te guardará de todo mal; él guardará a tu alma.
সদাপ্রভু তোমাকে সব অমঙ্গল থেকে রক্ষা করবেন আর তিনি তোমার প্রাণরক্ষা করবেন;
8 Jehová guardará tu salida, y tu entrada, desde ahora y hasta siempre.
তোমার যাওয়া-আসার পথে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন এখন থেকে চিরকাল পর্যন্ত।

< Salmos 121 >