< Salmos 113 >
1 ¡Alabado sea Yah! Alabad, siervos de Yahvé, alabar el nombre de Yahvé.
সদাপ্রভুর প্রশংসা করো। তোমরা যারা তাঁর ভক্তদাস, সদাপ্রভুর প্রশংসা করো;
2 Bendito sea el nombre de Yahvé, desde este momento y para siempre.
এখন ও অনন্তকাল, সদাপ্রভুর নামের প্রশংসা হোক।
3 Desde la salida del sol hasta su puesta, El nombre de Yahvé debe ser alabado.
সূর্যের উদয়স্থান থেকে অস্তস্থান পর্যন্ত সদাপ্রভুর নামের প্রশংসা হোক।
4 Yahvé es alto sobre todas las naciones, su gloria sobre los cielos.
সদাপ্রভু সব জাতির ঊর্ধ্বে, এবং তাঁর মহিমা আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত।
5 ¿Quién es como Yahvé, nuestro Dios? que tiene su asiento en lo alto,
আমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি ঊর্ধ্বে সিংহাসনে অধিষ্ঠিত, তাঁর সঙ্গে কার তুলনা হয়!
6 ¿quién se inclina para ver en el cielo y en la tierra?
তিনি আকাশমণ্ডল ও পৃথিবীর দিকে অবনত হয়ে দৃষ্টিপাত করেন।
7 Él levanta a los pobres del polvo, y levanta a los necesitados del montón de cenizas,
তিনি ধুলো থেকে দরিদ্রদের তোলেন, আর ছাইয়ের স্তূপ থেকে অভাবীদের ওঠান;
8 para que lo ponga con los príncipes, incluso con los príncipes de su pueblo.
তিনি তাদের অধিপতিদের সঙ্গে, এমনকি তাঁর ভক্তদের অধিপতিদের সঙ্গে বসান।
9 Él asienta a la mujer estéril en su casa como una alegre madre de niños. ¡Alabado sea Yah!
তিনি নিঃসন্তান মহিলাকে এক পরিবার দেন, তাকে ছেলেমেয়েদের সুখী মা করেন। সদাপ্রভুর প্রশংসা হোক।