< Job 25 >
1 Potem je odgovoril Bildád Suhéjec in rekel:
পরে শূহীয় বিল্দদ উত্তর দিলেন:
2 »Gospostvo in strah sta z njim, on dela mir na svojih visokih krajih.
“আধিপত্য ও সম্ভ্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়; স্বর্গের উচ্চতায় তিনি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন।
3 Mar obstaja kakršnokoli število njegovih vojsk? Nad kom ne vstaja njegova svetloba?
তাঁর বাহিনীর সংখ্যা কি গুনে রাখা যায়? এমন কে আছে যার উপর তাঁর আলো উদিত হয় না?
4 Kako je potem človek lahko opravičen pred Bogom? Ali kako je lahko čist tisti, ki je rojen iz ženske?
ঈশ্বরের সামনে নশ্বর মানুষ তবে কীভাবে ধার্মিক গণিত হবে? স্ত্রী-জাত মানুষ কীভাবে শুচিশুদ্ধ হবে?
5 Poglej celo k luni in ta ne sije. Da, zvezde niso čiste v njegovem pogledu.
যদি তাঁর দৃষ্টিতে চাঁদও উজ্জ্বল নয় ও তারাগুলিও বিশুদ্ধ নয়,
6 Kako veliko manj človek, ki je ličinka? In sin človekov, ki je črv?«
তবে সেই নশ্বর মানুষ কী, যে এক শূককীটমাত্র— সেই মানুষই বা কী, যে এক কীটমাত্র!”