< Псалми 128 >
1 Благо свакоме, који се боји Господа, који ходи путевима Његовим!
১আরোহণ-গীত। ধন্য প্রত্যেকে যে সদাপ্রভুুকে সম্মান করে, যে তাঁর পথে চলে।
2 Јер ће јести од трудова руку својих. Благо теби, и добро ти је.
২তোমার হাত যোগান দেবে, তুমি আনন্দ করবে; তুমি ধন্য হবে এবং উন্নতি লাভ করবে।
3 Жена је твоја као родна лоза усред дома твог; синови твоји као гране маслинове око стола твог.
৩তোমার ঘরের ভেতরে তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষালতার মতো হবে; তোমার শিশুরা জিত বৃক্ষের চারার মতো হবে তারা টেবিলের চারদিকে বসবে।
4 Гле, тако ће бити благословен човек који се боји Господа.
৪হ্যাঁ, অবশ্যই, মানুষটি ধন্য হবে যে সদাপ্রভুুকে সম্মান করে।
5 Благословиће те Господ са Сиона, и гледаћеш добро јерусалимско у све дане живота свог;
৫সদাপ্রভুু সিয়োন থেকে আমাকে আশীর্বাদ করুন, যেন তুমি সারাজীবন ধরে যিরুশালেমের উন্নতি দেখতে পাও।
6 Видећеш синове у синова својих. Мир Израиљу!
৬তোমার সন্তানদের বংশ দেখতে পাও। ইস্রায়েলের উপরে শান্তি হোক।