< Псалми 113 >

1 Хвалите, слуге Господње, хвалите име Господње,
সদাপ্রভুর প্রশংসা করো। তোমরা যারা তাঁর ভক্তদাস, সদাপ্রভুর প্রশংসা করো;
2 Да буде име Господње благословено одсад и довека.
এখন ও অনন্তকাল, সদাপ্রভুর নামের প্রশংসা হোক।
3 Од истока сунчаног до запада да се слави име Господње.
সূর্যের উদয়স্থান থেকে অস্তস্থান পর্যন্ত সদাপ্রভুর নামের প্রশংসা হোক।
4 Узвишен је над свима народима Господ; сврх небеса је слава Његова.
সদাপ্রভু সব জাতির ঊর্ধ্বে, এবং তাঁর মহিমা আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত।
5 Ко је као Господ, Бог наш, који седи на висини;
আমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি ঊর্ধ্বে সিংহাসনে অধিষ্ঠিত, তাঁর সঙ্গে কার তুলনা হয়!
6 Који се сагиба да види шта је на небесима и на земљи;
তিনি আকাশমণ্ডল ও পৃথিবীর দিকে অবনত হয়ে দৃষ্টিপাত করেন।
7 Који из праха подиже убогога, и из кала узвишује ништега;
তিনি ধুলো থেকে দরিদ্রদের তোলেন, আর ছাইয়ের স্তূপ থেকে অভাবীদের ওঠান;
8 И посађује га с кнезовима, с кнезовима у народу његовом;
তিনি তাদের অধিপতিদের সঙ্গে, এমনকি তাঁর ভক্তদের অধিপতিদের সঙ্গে বসান।
9 Од нероткиње насељава кућу, учинивши је радосном мајком синовима. Алилуја!
তিনি নিঃসন্তান মহিলাকে এক পরিবার দেন, তাকে ছেলেমেয়েদের সুখী মা করেন। সদাপ্রভুর প্রশংসা হোক।

< Псалми 113 >