< Salmos 120 >
1 Cântico dos degraus: Em minha angústia clamei ao SENHOR, e ele me respondeu.
একটি আরোহণ সংগীত। আমি সংকটকালে সদাপ্রভুকে ডাকলাম, আর তিনি আমার ডাকে সাড়া দিলেন।
2 Ó SENHOR, livra minha alma dos lábios mentirosos, da língua enganadora.
হে সদাপ্রভু, মিথ্যাবাদী মুখ, ও ধাপ্পাবাজ জিভের কবল থেকে আমাকে রক্ষা করো।
3 O que ele te dará, e o que ele fará contigo, ó língua enganadora?
ধাপ্পাবাজ মুখ, ঈশ্বর তোমার প্রতি কী করবেন? তিনি কেমনভাবে তোমার শাস্তি বৃদ্ধি করবেন?
4 Flechas afiadas de um guerreiro, com brasas de zimbro.
যোদ্ধার ধারালো তিরের আঘাতে তুমি বিদ্ধ হবে, আর জ্বলন্ত কয়লায় তুমি দগ্ধ হবে।
5 Ai de mim, que peregrino em Meseque, [e] habito nas tendas de Quedar!
হায় কী দুর্দশা আমার, আমি মেশকে বসবাস করছি, কেদরের তাঁবুর মধ্যে আমি বসবাস করছি।
6 Minha alma morou [tempo] demais com os que odeiam a paz.
যারা শান্তি ঘৃণা করে, তাদের মাঝে আমি বহুকাল বসবাস করেছি।
7 Eu sou da paz; mas quando falo, eles [entram] em guerra.
আমি শান্তির পক্ষে; কিন্তু আমি যখন কথা বলি, ওরা তখন যুদ্ধ চায়।