< Salmos 121 >

1 Levantarei os meus olhos para os montes, de onde vem a minha salvação.
একটি আরোহণ সংগীত। আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি— কোথা থেকে আমার সাহায্য আসে?
2 O meu soccorro vem do Senhor, que fez o céu e a terra.
স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সদাপ্রভুর কাছ থেকে আমার সাহায্য আসে।
3 Não deixará vacillar o teu pé: aquelle que te guarda não tosquenejará.
তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না, তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না;
4 Eis-que não tosquenejará nem dormirá o guarda d'Israel.
সত্যিই, যিনি ইস্রায়েলের রক্ষক, তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না।
5 O Senhor é quem te guarda: o Senhor é a tua sombra á tua direita.
সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভু তোমার ডানদিকে তোমার ছায়া;
6 O sol não te molestará de dia nem a lua de noite.
দিনে সূর্য তোমার ক্ষতি করবে না, এমনকি রাতে চাঁদও করবে না।
7 O Senhor te guardará de todo o mal: guardará a tua alma.
সদাপ্রভু তোমাকে সব অমঙ্গল থেকে রক্ষা করবেন আর তিনি তোমার প্রাণরক্ষা করবেন;
8 O Senhor guardará a tua entrada e a tua saida, desde agora e para sempre.
তোমার যাওয়া-আসার পথে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন এখন থেকে চিরকাল পর্যন্ত।

< Salmos 121 >