< 시편 113 >
1 할렐루야! 여호와의 종들아 찬양하라! 여호와의 이름을 찬양하라
১সদাপ্রভুুর প্রশংসা কর। প্রশংসা কর, তোমরা সদাপ্রভুুর দাসেরা; সদাপ্রভুুর নামের প্রশংসা কর।
2 이제부터 영원까지 여호와의 이름을 찬송할지로다
২ধন্য সদাপ্রভুুর নাম, উভয়ই এখন এবং অনন্তকাল।
3 해 돋는 데서부터 해 지는 데까지 여호와의 이름이 찬양을 받으시리로다
৩সূর্য্য ওঠা থেকে অস্ত পর্যন্ত, সদাপ্রভুুর নামের প্রশংসা হওয়া উচিত।
4 여호와는 모든 나라 위에 높으시며 그 영광은 하늘 위에 높으시도다
৪সদাপ্রভুু সবজাতির উপরে উন্নত এবং তাঁর গৌরব আকাশমণ্ডলের ওপরে উন্নত।
5 여호와 우리 하나님과 같은 자 누구리요 높은 위에 앉으셨으나
৫কে আমাদের ঈশ্বর সদাপ্রভুুর মতো? কার স্থান এতো উঁচুতে আছে,
৬কে নিচে আকাশের দিকে এবং পৃথিবীর দিকে তাকায়?
7 가난한 자를 진토에서 일으키시며 궁핍한 자를 거름 무더기에서 드셔서
৭তিনি ধূলো থেকে গরিবকে তোলেন এবং ছাইয়ের ঢিবি থেকে গরিবকে ওঠান,
8 방백들 곧 그 백성의 방백들과 함께 세우시며
৮যাতে সে নেতাদের সঙ্গে, তার লোকদের নেতাদের সঙ্গে বসতে পারে।
9 또 잉태하지 못하던 여자로 집에 거하게 하사 자녀의 즐거운 어미가 되게 하시는도다 할렐루야
৯তিনি সন্তানহীনাকে গৃহিণী করেন, কারণ তাকে শিশুদের আনন্দময়ী মা করেন। সদাপ্রভুুর প্রশংসা কর।