< 詩篇 121 >
1 都もうでの歌 わたしは山にむかって目をあげる。わが助けは、どこから来るであろうか。
১আরোহনের গীত। আমি পর্বতদের দিকে চোখ তুলবো। কোথা থেকে আমার সাহায্য আসবে?
২আমার সাহায্য সদাপ্রভুুর থেকে আসবে, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন।
3 主はあなたの足の動かされるのをゆるされない。あなたを守る者はまどろむことがない。
৩তিনি তোমার পা পিছলে যেতে দেবেন না; যিনি তোমায় রক্ষা করবেন তিনি ঘুমিয়ে পড়বেন না।
4 見よ、イスラエルを守る者はまどろむこともなく、眠ることもない。
৪দেখ, ইস্রায়েলের পালক, কখনো ঢুলে পড়েন না, ঘুমান না।
5 主はあなたを守る者、主はあなたの右の手をおおう陰である。
৫সদাপ্রভুুই তোমার পালক; সদাপ্রভুু তোমার ছায়া, তোমার ডান হাত।
6 昼は太陽があなたを撃つことなく、夜は月があなたを撃つことはない。
৬সূর্য্য তোমাকে দিনের ক্ষতি করবে না, রাতে চাঁদও না।
7 主はあなたを守って、すべての災を免れさせ、またあなたの命を守られる。
৭সদাপ্রভুু তোমাকে সব মন্দ থেকে রক্ষা করবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করবেন।
8 主は今からとこしえに至るまで、あなたの出ると入るとを守られるであろう。
৮সদাপ্রভুু রক্ষা করবেন তোমাকে তোমার সব কাজেতে এখন থেকে চিরকাল পর্যন্ত।