< תהילים 122 >
שיר המעלות לדוד שמחתי באמרים לי בית יהוה נלך׃ | 1 |
১দায়ূদের, আরোহণ গীত। আমি আনন্দিত হলাম পেলাম যখন তারা আমাকে বলে, চল আমরা সদাপ্রভুুর গৃহে যাই।
עמדות היו רגלינו בשעריך ירושלם׃ | 2 |
২আমারদের পা তোমার দরজার ভেতরে দাঁড়িয়ে, যিরুশালেম।
ירושלם הבנויה כעיר שחברה לה יחדו׃ | 3 |
৩যিরুশালেম একটা শহরের মত তৈরী হয়েছিল যা একত্র সংযুক্ত শহরের মত।
ששם עלו שבטים שבטי יה עדות לישראל להדות לשם יהוה׃ | 4 |
৪জাতিরা সেই জায়গায় গেল, সদাপ্রভুুর বংশ, ইস্রায়েলের যেমন বিধি সদাপ্রভুুর ধন্যবাদ দিতে গেল।
כי שמה ישבו כסאות למשפט כסאות לבית דויד׃ | 5 |
৫সেখানে নেতারা সিংহাসনে বসল দায়ূদ কুলের বিচারের জন্য।
שאלו שלום ירושלם ישליו אהביך׃ | 6 |
৬প্রার্থনা কর যিরুশালেমের শান্তির জন্য, যারা তোমাকে প্রেম করে তাদের উন্নতির জন্য।
יהי שלום בחילך שלוה בארמנותיך׃ | 7 |
৭তোমার প্রাচীরের মধ্যে শান্তি হোক, তোমার অট্টালিকার মধ্যে উন্নতি হোক।
למען אחי ורעי אדברה נא שלום בך׃ | 8 |
৮আমার ভাইদের এবং সঙ্গীদের জন্য আমি এখন বলবো, “তোমার মধ্যে শান্তি হোক।”
למען בית יהוה אלהינו אבקשה טוב לך׃ | 9 |
৯আমাদের ঈশ্বর সদাপ্রভুুর গৃহে আমি তোমার মঙ্গলের জন্য প্রার্থনা করব।