< תהילים 121 >
שיר למעלות אשא עיני אל-ההרים-- מאין יבא עזרי | 1 |
একটি আরোহণ সংগীত। আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি— কোথা থেকে আমার সাহায্য আসে?
עזרי מעם יהוה-- עשה שמים וארץ | 2 |
স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সদাপ্রভুর কাছ থেকে আমার সাহায্য আসে।
אל-יתן למוט רגלך אל-ינום שמרך | 3 |
তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না, তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না;
הנה לא-ינום ולא יישן-- שומר ישראל | 4 |
সত্যিই, যিনি ইস্রায়েলের রক্ষক, তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না।
יהוה שמרך יהוה צלך על-יד ימינך | 5 |
সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভু তোমার ডানদিকে তোমার ছায়া;
יומם השמש לא-יככה וירח בלילה | 6 |
দিনে সূর্য তোমার ক্ষতি করবে না, এমনকি রাতে চাঁদও করবে না।
יהוה ישמרך מכל-רע ישמר את-נפשך | 7 |
সদাপ্রভু তোমাকে সব অমঙ্গল থেকে রক্ষা করবেন আর তিনি তোমার প্রাণরক্ষা করবেন;
יהוה ישמר-צאתך ובואך-- מעתה ועד-עולם | 8 |
তোমার যাওয়া-আসার পথে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন এখন থেকে চিরকাল পর্যন্ত।