< תהילים 113 >

הללו-יה הללו עבדי יהוה הללו את-שם יהוה 1
সদাপ্রভুুর প্রশংসা কর। প্রশংসা কর, তোমরা সদাপ্রভুুর দাসেরা; সদাপ্রভুুর নামের প্রশংসা কর।
יהי שם יהוה מברך-- מעתה ועד-עולם 2
ধন্য সদাপ্রভুুর নাম, উভয়ই এখন এবং অনন্তকাল।
ממזרח-שמש עד-מבואו-- מהלל שם יהוה 3
সূর্য্য ওঠা থেকে অস্ত পর্যন্ত, সদাপ্রভুুর নামের প্রশংসা হওয়া উচিত।
רם על-כל-גוים יהוה על השמים כבודו 4
সদাপ্রভুু সবজাতির উপরে উন্নত এবং তাঁর গৌরব আকাশমণ্ডলের ওপরে উন্নত।
מי כיהוה אלהינו-- המגביהי לשבת 5
কে আমাদের ঈশ্বর সদাপ্রভুুর মতো? কার স্থান এতো উঁচুতে আছে,
המשפילי לראות-- בשמים ובארץ 6
কে নিচে আকাশের দিকে এবং পৃথিবীর দিকে তাকায়?
מקימי מעפר דל מאשפת ירים אביון 7
তিনি ধূলো থেকে গরিবকে তোলেন এবং ছাইয়ের ঢিবি থেকে গরিবকে ওঠান,
להושיבי עם-נדיבים עם נדיבי עמו 8
যাতে সে নেতাদের সঙ্গে, তার লোকদের নেতাদের সঙ্গে বসতে পারে।
מושיבי עקרת הבית-- אם-הבנים שמחה הללו-יה 9
তিনি সন্তানহীনাকে গৃহিণী করেন, কারণ তাকে শিশুদের আনন্দময়ী মা করেন। সদাপ্রভুুর প্রশংসা কর।

< תהילים 113 >