< עזרא 2 >
ואלה בני המדינה העלים משבי הגולה אשר הגלה נבוכדנצור (נבוכדנצר) מלך בבל לבבל וישובו לירושלם ויהודה איש לעירו | 1 |
১যাদের বন্দী করে রাখা হয়েছিল, বাবিলের রাজা নবূখদনিত্সর তাদেরকে বাবিলে বন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দীদশা থেকে যাত্রা করে যিরূশালেমে ও যিহূদাতে নিজেদের নগরে ফিরে এল;
אשר באו עם זרבבל ישוע נחמיה שריה רעליה מרדכי בלשן מספר בגוי--רחום בענה מספר אנשי עם ישראל | 2 |
২এরা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলার, মর্দখয়, বিলশন, মিস্পর, বিগবয়, রহূম ও বানা এনাদের সঙ্গে ফিরে এল৷ সেই ইস্রায়েল লোকেদের পুরুষের সংখ্যা;
בני פרעש--אלפים מאה שבעים ושנים | 3 |
৩পরোশের বংশধরদের সংখ্যা দুই হাজার একশো বাহাত্তর জন৷
בני שפטיה שלש מאות שבעים ושנים | 4 |
৪শফটিয়ের বংশধরদের সংখ্যা তিনশো বাহাত্তর জন৷
בני ארח שבע מאות חמשה ושבעים | 5 |
৫আরহের সন্তান সাতশো পঁচাত্তর জন৷
בני פחת מואב לבני ישוע יואב--אלפים שמנה מאות ושנים עשר | 6 |
৬বংশধরদের সংখ্যা যেশূয় ও যোয়াবের বংশধরদের মধ্যে পহৎ-মোয়াবের বংশধর দুই হাজার আটশো বারো জন৷
בני עילם--אלף מאתים חמשים וארבעה | 7 |
৭বংশধরদের সংখ্যা এলমের বংশধর এক হাজার দুশো চুয়ান্ন জন৷
בני זתוא תשע מאות וארבעים וחמשה | 8 |
৮বংশধরদের সংখ্যা সত্তূর বংশধর নশো পঁয়তাল্লিশ জন৷
৯সক্কেয়ের বংশধর সাতশো ষাট জন৷
בני בני שש מאות ארבעים ושנים | 10 |
১০বানির বংশধর ছয়শো বিয়াল্লিশ জন৷
בני בבי שש מאות עשרים ושלשה | 11 |
১১বেবয়ের বংশধর ছয়শো তেইশ জন৷
בני עזגד--אלף מאתים עשרים ושנים | 12 |
১২অসগদের বংশধর এক হাজার দুশো বাইশ জন৷
בני אדניקם--שש מאות ששים וששה | 13 |
১৩অদোনীকামের বংশধর ছয়শো ছেষট্টি জন৷
בני בגוי אלפים חמשים וששה | 14 |
১৪বিগবয়ের বংশধর দুই হাজার ছাপ্পান্ন জন৷
בני עדין ארבע מאות חמשים וארבעה | 15 |
১৫আদীনের বংশধর চারশো চুয়ান্ন জন৷
בני אטר ליחזקיה תשעים ושמנה | 16 |
১৬যিহিষ্কিয়ের বংশের আটেরের বংশধর আটানব্বই জন৷
בני בצי שלש מאות עשרים ושלשה | 17 |
১৭বেৎসয়ের বংশধর তিনশো তেইশ জন৷
בני יורה מאה ושנים עשר | 18 |
১৮যোরাহের বংশধর একশো বারো জন৷
בני חשם מאתים עשרים ושלשה | 19 |
১৯হশুমের বংশধর দুশো তেইশ জন৷
২০গিব্বরের বংশধর পঁচানব্বই জন৷
בני בית לחם מאה עשרים ושלשה | 21 |
২১বৈৎলেহমের বংশধর একশো তেইশ জন৷
২২নটোফার লোক ছাপ্পান্ন জন৷
אנשי ענתות מאה עשרים ושמנה | 23 |
২৩অনাথোতের লোক একশো আঠাশ জন৷
בני עזמות ארבעים ושנים | 24 |
২৪অসমাবতের বংশধর বেয়াল্লিশ জন৷
בני קרית ערים כפירה ובארות שבע מאות וארבעים ושלשה | 25 |
২৫কিরিয়ৎ-আরীম, কফীরা ও বেরোতের বংশধর সাতশো তেতাল্লিশ জন৷
בני הרמה וגבע שש מאות עשרים ואחד | 26 |
২৬রামার ও গেবার বংশধর ছয়শো একুশ জন৷
אנשי מכמס מאה עשרים ושנים | 27 |
২৭মিকমসের লোক একশো বাইশ জন৷
אנשי בית אל והעי מאתים עשרים ושלשה | 28 |
২৮বৈথেলের ও অয়ের লোক দুশো তেইশ জন৷
בני מגביש מאה חמשים וששה | 30 |
৩০মগবীশের বংশধর একশো ছাপ্পান্ন জন৷
בני עילם אחר--אלף מאתים חמשים וארבעה | 31 |
৩১অন্য এলমের বংশধর এক হাজার দুশো চুয়ান্ন জন৷
בני חרם שלש מאות ועשרים | 32 |
৩২হারীমের বংশধর তিনশো কুড়ি জন৷
בני לד חדיד ואונו שבע מאות עשרים וחמשה | 33 |
৩৩লোদ, হাদীদ ও ওনোর বংশধর সাতশো পঁচিশ জন৷
בני ירחו שלש מאות ארבעים וחמשה | 34 |
৩৪যিরিহোর বংশধর তিনশো পঁয়তাল্লিশ জন৷
בני סנאה--שלשת אלפים ושש מאות ושלשים | 35 |
৩৫সনায়ার বংশধর তিন হাজার ছয়শো ত্রিশ জন৷
הכהנים בני ידעיה לבית ישוע תשע מאות שבעים ושלשה | 36 |
৩৬যাজকেরা; যেশূয় বংশের মধ্যে যিদয়িয়ের বংশধর নয়শো তেয়াত্তর জন৷
בני אמר אלף חמשים ושנים | 37 |
৩৭ইম্মেরের বংশধর এক হাজার বাহান্ন জন৷
בני פשחור--אלף מאתים ארבעים ושבעה | 38 |
৩৮পশহূরের বংশধর এক হাজার দুশো সাতচল্লিশ জন৷
৩৯হারীমের বংশধর এক হাজার সতের জন৷
הלוים בני ישוע וקדמיאל לבני הודויה שבעים וארבעה | 40 |
৪০লেবীয়েরা; হোদবিয়ের বংশধরদের মধ্যে যেশূয় ও কদমীয়েলের বংশধর চুয়াত্তর জন৷
המשררים--בני אסף מאה עשרים ושמנה | 41 |
৪১গায়কেরা; আসফের বংশধর একশো আঠাশ জন৷
בני השערים בני שלום בני אטר בני טלמן בני עקוב בני חטיטא בני שבי--הכל מאה שלשים ותשעה | 42 |
৪২দারোয়ানদের বংশধররা; শল্লুমের বংশধর, আটেরের বংশধর, টলমোনের বংশধর, অক্কুবের বংশধর, হটীটার বংশধর, শোবয়ের বংশধর মোট একশো ঊনচল্লিশ জন৷
הנתינים בני ציחא בני חשופא בני טבעות | 43 |
৪৩নথীনীয়েরা (মন্দিরের কর্মচারীরা); সীহের বংশধর, হসূফার বংশধর, টব্বায়োতের বংশধর,
בני קרס בני סיעהא בני פדון | 44 |
৪৪কেরোসের বংশধর, সীয়ের বংশধর, পাদোনের বংশধর,
בני לבנה בני חגבה בני עקוב | 45 |
৪৫লবানার বংশধর, হগাবের বংশধর, অক্কুবের বংশধর,
בני חגב בני שמלי (שלמי) בני חנן | 46 |
৪৬হাগবের বংশধর, শময়লের বংশধর, হাননের সন্তান,
בני גדל בני גחר בני ראיה | 47 |
৪৭গিদ্দেলের বংশধর, গহরের বংশধর, রায়ার বংশধর,
בני רצין בני נקודא בני גזם | 48 |
৪৮রৎসীনের বংশধর, নকোদের বংশধর, গসমের বংশধর,
בני עזא בני פסח בני בסי | 49 |
৪৯উষের বংশধর, পাসেহের বংশধর, বেষয়ের বংশধর,
בני אסנה בני מעונים בני נפיסים (נפוסים) | 50 |
৫০অস্নার বংশধর, মিয়ূনীমের বংশধর, নফূষীমের বংশধর;
בני בקבוק בני חקופא בני חרחור | 51 |
৫১বকবূকের বংশধর, হকূফার বংশধর, হর্হূরের বংশধর,
בני בצלות בני מחידא בני חרשא | 52 |
৫২বসলূতের বংশধর, মহীদার বংশধর, হর্শার বংশধর,
בני ברקוס בני סיסרא בני תמח | 53 |
৫৩বর্কোসের বংশধর, সীষরার বংশধর, তেমহের বংশধর,
৫৪নৎসীহের বংশধর, হটীফার বংশধররা৷
בני עבדי שלמה בני סטי בני הספרת בני פרודא | 55 |
৫৫শলোমনের দাসদের বংশধররা; সোটয়ের বংশধর, হসসোফেরতের বংশধর, পরূদার বংশধর;
בני יעלה בני דרקון בני גדל | 56 |
৫৬যালার বংশধর, দর্কোনের বংশধর, গিদ্দেলের বংশধর,
בני שפטיה בני חטיל בני פכרת הצביים-- בני אמי | 57 |
৫৭শফটিয়ের বংশধর, হটীলের বংশধর, পোখেরৎ-হৎসবায়ীমের বংশধর, আমীর বংশধররা৷
כל הנתינים--ובני עבדי שלמה שלש מאות תשעים ושנים | 58 |
৫৮নথীনীয়েরা (যারা মন্দিরের কাজ করত) ও শলোমনের দাসদের বংশধররা মোট তিনশো বিরানব্বই জন৷
ואלה העלים מתל מלח תל חרשא כרוב אדן אמר ולא יכלו להגיד בית אבותם וזרעם--אם מישראל הם | 59 |
৫৯আর তেল-মেলহ, তেল-হর্শা, করূব, অদ্দন ও ইম্মের, এক সব জায়গা থেকে নিচে লেখা লোকেরা এল, কিন্তু তারা ইস্রায়েলীয় কি না, এ বিষয়ে তারা তাদের পূর্বপুরুষদের কিংবা বংশের প্রমাণ দিতে পারল না;
בני דליה בני טוביה בני נקודא--שש מאות חמשים ושנים | 60 |
৬০দলায়ের বংশধর, টোবিয়ের বংশধর, নকোদের বংশধর ছয়শো বাহান্ন জন৷
ומבני הכהנים--בני חביה בני הקוץ בני ברזלי אשר לקח מבנות ברזלי הגלעדי אשה ויקרא על שמם | 61 |
৬১আর যাজক বংশধরদের মধ্যে হবায়ের বংশধর, হক্কোসের বংশধর ও বর্সিল্লয়ের বংশধরেরা; এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের একটি মেয়েকে বিয়ে করে তাদের নামে পরিচিত হয়েছিল৷
אלה בקשו כתבם המתיחשים--ולא נמצאו ויגאלו מן הכהנה | 62 |
৬২বংশাবলিতে নথিভুক্ত লোকেদের মধ্যে এরা নিজেদের বংশতালিকা খুঁজে পেল না, তাই তারা অশুচি বলে যাজকত্ব পদ হারালো৷
ויאמר התרשתא להם אשר לא יאכלו מקדש הקדשים--עד עמד כהן לאורים ולתמים | 63 |
৬৩আর শাসনকর্ত্তা তাদেরকে বললেন, “যে পর্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী একজন যাজক তৈরী না হয়, ততদিন তোমরা অতি পবিত্র জিনিস খাবে না৷”
כל הקהל כאחד--ארבע רבוא אלפים שלש מאות ששים | 64 |
৬৪জড়ো হওয়া সমস্ত সমাজ মোট বিয়াল্লিশ হাজার তিনশো ষাট জন ছিল৷
מלבד עבדיהם ואמהתיהם אלה--שבעת אלפים שלש מאות שלשים ושבעה ולהם משררים ומשררות מאתים | 65 |
৬৫তাছাড়াও তাদের সাত হাজার তিনশো সাঁইত্রিশ জন দাসদাসী ছিল, আর তাদের মন্দিরে দুশো জন গায়ক ও গায়িকা ছিল৷
סוסיהם שבע מאות שלשים וששה פרדיהם מאתים ארבעים וחמשה | 66 |
৬৬তাদের সাতশো ছত্রিশটি ঘোড়া, দুশো পঁয়তাল্লিশটি ঘোড়ার রথ,
גמליהם--ארבע מאות שלשים וחמשה חמרים--ששת אלפים שבע מאות ועשרים | 67 |
৬৭চারশো পঁয়ত্রিশটি উট ও ছয় হাজার সাতশো কুড়িটি গাধা ছিল৷
ומראשי האבות בבואם לבית יהוה אשר בירושלם--התנדבו לבית האלהים להעמידו על מכונו | 68 |
৬৮পরে পুর্বপুরুষদের বংশের প্রধানদের মধ্যে কতগুলি লোক সদাপ্রভুর যিরূশালেমের বাড়ির কাছে আসলে ঈশ্বরের সেই বাড়ি নিজের জায়গায় স্থাপন করার জন্য সম্পূর্ণ ইচ্ছায় দান করল৷
ככחם נתנו לאוצר המלאכה זהב דרכמונים שש רבאות ואלף וכסף מנים חמשת אלפים וכתנת כהנים מאה | 69 |
৬৯তারা নিজেদের শক্তি অনুসারে ঐ কাজের ভান্ডারে একষট্টি হ্যাঁজার অদর্কোন সোনা ও পাঁচ হাজার মানি রূপা ও যাজকদের জন্য একশোটি পোশাক দিল৷
וישבו הכהנים והלוים ומן העם והמשררים והשוערים והנתינים--בעריהם וכל ישראל בעריהם | 70 |
৭০পরে যাজকেরা, লেবীয়েরা ও অন্যান্য লোকেরা এবং গায়কেরা, দারোয়ানরা ও নথীনীয়েরা নিজেদের নগরে এবং সমস্ত ইস্রায়েল নিজেদের নগরে বাস করল৷