< Psalm 136 >

1 Danket dem HERRN; denn er ist freundlich, denn seine Güte währet ewiglich.
সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়।
2 Danket dem Gott aller Götter, denn seine Güte währet ewiglich.
দেবতাদের ঈশ্বরের ধন্যবাদ করো।
3 Danket dem HERRN aller Herren, denn seine Güte währet ewiglich,
প্রভুদের প্রভুর ধন্যবাদ করো,
4 der große Wunder tut allein, denn seine Güte währet ewiglich;
তাঁর প্রশংসা করো যিনি একাই মহৎ ও আশ্চর্য কাজ করেন,
5 der die Himmel weislich gemacht hat, denn seine Güte währet ewiglich;
যিনি নিজের প্রজ্ঞাবলে এই আকাশমণ্ডল সৃষ্টি করেছেন,
6 der die Erde auf Wasser ausgebreitet hat, denn seine Güte währet ewiglich;
যিনি জলধির উপরে পৃথিবী বিস্তার করেছেন,
7 der große Lichter gemacht hat, denn seine Güte währet ewiglich:
যিনি বড়ো বড়ো জ্যোতি সৃষ্টি করেছেন—
8 Die Sonne, dem Tag vorzustehen, denn seine Güte währet ewiglich,
দিনের উপর শাসন করতে সূর্য,
9 den Mond und Sterne, der Nacht vorzustehen, denn seine Güte währet ewiglich;
রাত্রির উপর শাসন করতে চাঁদ ও তারকামালা;
10 der Ägypten schlug an ihren Erstgeburten, denn seine Güte währet ewiglich
যিনি মিশরের প্রথমজাতদের আঘাত করেছিলেন,
11 und führte Israel heraus, denn seine Güte währet ewiglich
যিনি ইস্রায়েলকে তাদের মধ্য থেকে মুক্ত করলেন
12 durch mächtige Hand und ausgerecktem Arm, denn seine Güte währet ewiglich;
তাঁর শক্তিশালী হাত ও প্রসারিত বাহু দিয়ে;
13 der das Schilfmeer teilte in zwei Teile, denn seine Güte währet ewiglich
যিনি লোহিত সাগর দু-ভাগ করলেন
14 und ließ Israel hindurchgehen, denn seine Güte währet ewiglich;
যিনি ইস্রায়েলীদের তার মধ্যে দিয়ে বার করে আনলেন,
15 der Pharao und sein Heer ins Schilfmeer stieß, denn seine Güte währet ewiglich;
কিন্তু ফরৌণ ও তার সেনাবাহিনীকে যিনি লোহিত সাগরে নিক্ষেপ করলেন;
16 der sein Volk führte in der Wüste, denn seine Güte währet ewiglich;
যিনি তাঁর প্রজাদের মরুপ্রান্তরের মধ্য দিয়ে পরিচালিত করলেন,
17 der große Könige schlug, denn seine Güte währet ewiglich
যিনি মহান রাজাদের আঘাত করলেন,
18 und erwürgte mächtige Könige, denn seine Güte währet ewiglich:
এবং শক্তিশালী রাজাদের বধ করলেন—
19 Sihon, der Amoriter König, denn seine Güte währet ewiglich
ইমোরীয়দের রাজা সীহোনকে,
20 und Og, den König von Basan, denn seine Güte währet ewiglich,
বাশনের রাজা ওগকে
21 und gab ihr Land zum Erbe, denn seine Güte währet ewiglich,
এবং তাদের দেশ অধিকারস্বরূপ বণ্টন করলেন,
22 zum Erbe seinem Knecht Israel, denn seine Güte währet ewiglich;
নিজের দাস ইস্রায়েলকে অধিকার দিলেন,
23 denn er dachte an uns, da wir unterdrückt waren, denn seine Güte währet ewiglich;
আমাদের দৈন্য দশায় তিনি আমাদের স্মরণ করলেন
24 und erlöste uns von unsern Feinden, denn seine Güte währet ewiglich;
আমাদের শত্রুদের কবল থেকে আমাদের উদ্ধার করলেন,
25 der allem Fleisch Speise gibt, denn seine Güte währet ewiglich.
তিনি সব প্রাণীকে খাবার দেন,
26 Dankt dem Gott des Himmels, denn seine Güte währet ewiglich.
স্বর্গের ঈশ্বরের ধন্যবাদ করো।

< Psalm 136 >