< Psalm 134 >

1 Ein Stufenlied. / (Ein Ruf der Gemeinde an die Tempelwächter: ) / Wohlan, preist Jahwe, all ihr Knechte Jahwes Haus!
একটি আরোহণ সংগীত। হে সদাপ্রভুর সকল দাস, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, তোমরা যারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে পরিচর্যা করো।
2 Hebt auf eure Hände zum Heiligtum / Und preist Jahwe!
প্রার্থনায় তোমার দু-হাত পবিত্রস্থানের দিকে তুলে ধরো এবং সদাপ্রভুর ধন্যবাদ করো।
3 (Die Antwort der Tempelwächter an die Gemeinde: ) / Es segne dich Jahwe von Zion her, / Der Schöpfer von Himmel und Erde!
সদাপ্রভু, যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন, জেরুশালেম থেকে তোমাদের আশীর্বাদ করুন।

< Psalm 134 >