< Psalmaro 113 >

1 Haleluja! Gloru, sklavoj de la Eternulo, Gloru la nomon de la Eternulo.
সদাপ্রভুুর প্রশংসা কর। প্রশংসা কর, তোমরা সদাপ্রভুুর দাসেরা; সদাপ্রভুুর নামের প্রশংসা কর।
2 La nomo de la Eternulo estu benata De nun kaj eterne.
ধন্য সদাপ্রভুুর নাম, উভয়ই এখন এবং অনন্তকাল।
3 De la leviĝejo de la suno ĝis ĝia malleviĝejo Estas glorata la nomo de la Eternulo.
সূর্য্য ওঠা থেকে অস্ত পর্যন্ত, সদাপ্রভুুর নামের প্রশংসা হওয়া উচিত।
4 Alte super ĉiuj popoloj estas la Eternulo; Super la ĉielo estas Lia gloro.
সদাপ্রভুু সবজাতির উপরে উন্নত এবং তাঁর গৌরব আকাশমণ্ডলের ওপরে উন্নত।
5 Kiu estas kiel la Eternulo, nia Dio, Kiu sidas alte,
কে আমাদের ঈশ্বর সদাপ্রভুুর মতো? কার স্থান এতো উঁচুতে আছে,
6 Kiu kliniĝas por rigardi La ĉielon kaj la teron,
কে নিচে আকাশের দিকে এবং পৃথিবীর দিকে তাকায়?
7 Kiu el la polvo restarigas mizerulon, El la koto levas malriĉulon,
তিনি ধূলো থেকে গরিবকে তোলেন এবং ছাইয়ের ঢিবি থেকে গরিবকে ওঠান,
8 Por sidigi lin kun eminentuloj, Kun la eminentuloj de lia popolo?
যাতে সে নেতাদের সঙ্গে, তার লোকদের নেতাদের সঙ্গে বসতে পারে।
9 Li donas familion al senfruktulino, Kaj faras ŝin ĝoja patrino de infanoj. Haleluja!
তিনি সন্তানহীনাকে গৃহিণী করেন, কারণ তাকে শিশুদের আনন্দময়ী মা করেন। সদাপ্রভুুর প্রশংসা কর।

< Psalmaro 113 >