< Psalms 113 >

1 Alleluya. Children, preise ye the Lord; preise ye the name of the Lord.
সদাপ্রভুুর প্রশংসা কর। প্রশংসা কর, তোমরা সদাপ্রভুুর দাসেরা; সদাপ্রভুুর নামের প্রশংসা কর।
2 The name of the Lord be blessid; fro this tyme now and til in to the world.
ধন্য সদাপ্রভুুর নাম, উভয়ই এখন এবং অনন্তকাল।
3 Fro the risyng of the sunne til to the goyng doun; the name of the Lord is worthi to be preisid.
সূর্য্য ওঠা থেকে অস্ত পর্যন্ত, সদাপ্রভুুর নামের প্রশংসা হওয়া উচিত।
4 The Lord is hiy aboue alle folkis; and his glorie is aboue heuenes.
সদাপ্রভুু সবজাতির উপরে উন্নত এবং তাঁর গৌরব আকাশমণ্ডলের ওপরে উন্নত।
5 Who is as oure Lord God, that dwellith in hiye thingis;
কে আমাদের ঈশ্বর সদাপ্রভুুর মতো? কার স্থান এতো উঁচুতে আছে,
6 and biholdith meke thingis in heuene and in erthe?
কে নিচে আকাশের দিকে এবং পৃথিবীর দিকে তাকায়?
7 Reisynge a nedi man fro the erthe; and enhaunsinge a pore man fro drit.
তিনি ধূলো থেকে গরিবকে তোলেন এবং ছাইয়ের ঢিবি থেকে গরিবকে ওঠান,
8 That he sette hym with princes; with the princes of his puple.
যাতে সে নেতাদের সঙ্গে, তার লোকদের নেতাদের সঙ্গে বসতে পারে।
9 Which makith a bareyn womman dwelle in the hous; a glad modir of sones.
তিনি সন্তানহীনাকে গৃহিণী করেন, কারণ তাকে শিশুদের আনন্দময়ী মা করেন। সদাপ্রভুুর প্রশংসা কর।

< Psalms 113 >