< Lamentations 3 >
1 I [the] great man to see: see affliction in/on/with tribe: staff fury his
১আমি সেই লোক, যে সদাপ্রভুর ক্রোধের দণ্ডের মাধ্যমে দুঃখ দেখেছে।
2 [obj] me to lead and to go: take darkness and not light
২তিনি আমাকে চালিয়েছেন এবং আমাকে আলোর বদলে অন্ধকারে হাঁটিয়েছেন।
3 surely in/on/with me to return: return to overturn hand his all [the] day
৩অবশ্যই তিনি আমার বিরুদ্ধে ফিরে গেছেন; তিনি তাঁর হাত আমার বিরুদ্ধে সারা দিন ধরে ফিরিয়ে নেন।
4 to become old flesh my and skin my to break bone my
৪তিনি আমার মাংস ও আমার চামড়া ক্ষয়প্রাপ্ত করেছেন; তিনি আমার হাড়গুলি ভেঙে দিয়েছেন।
5 to build upon me and to surround poison and hardship
৫তিনি আমাকে অবরোধ করেছেন এবং আমাকে তিক্ততা ও কঠিন পরিশ্রমের মাধ্যমে ঘিরে রেখেছেন;
6 in/on/with darkness to dwell me like/as to die forever: antiquity
৬তিনি আমাকে অন্ধকার জায়গায় বাস করিয়েছেন, দীর্ঘ দিনের র মৃতদের মতো করেছেন।
7 to wall up/off about/through/for me and not to come out: come to honor: heavy bronze my
৭তিনি আমার চারিদিকে দেওয়াল তুলে দিয়েছেন, যাতে আমি পালাতে না পারি; তিনি আমার শিকল ভারী করে দিয়েছেন।
8 also for to cry out and to cry to stopper prayer my
৮যখন আমি কাঁদি এবং সাহায্যের জন্যে চিত্কার করি, তিনি আমার প্রার্থনা শোনেন না।
9 to wall up/off way: road my in/on/with cutting path my to twist
৯তিনি ক্ষোদিত পাথরের দেওয়াল তুলে আমার রাস্তা আঁটকে দিয়েছেন, তিনি সব পথ বাঁকা করেছেন।
10 bear to ambush he/she/it to/for me (lion *Q(K)*) in/on/with hiding
১০তিনি আমার কাছে ওৎ পেতে থাকা ভাল্লুকের মতো, একটা লুকিয়ে থাকা সিংহের মতো।
11 way: journey my to turn aside: turn aside and to tear me to set: make me devastated
১১তিনি আমার পথকে অন্য দিকে ঘুরিয়েছেন, তিনি আমাকে টুকরো টুকরো করেছেন এবং আমাকে নিঃসঙ্গ করেছেন।
12 to tread (bow his *L(abh)*) and to stand me like/as guardhouse to/for arrow
১২তিনি তাঁর ধনুকে টান দিয়েছেন এবং আমাকে তীরের লক্ষ্য হিসাবে চিহ্নিত করেছেন।
13 to come (in): bring in/on/with kidney my son: type of quiver his
১৩তিনি তাঁর তূণের তীর আমার হৃদয়ে বিদ্ধ করিয়েছেন।
14 to be laughter to/for all people my music their all [the] day
১৪আমি আমার সব লোকদের কাছে হাস্যকর ও দিনের পর দিন তাদের উপহাসের গানের বিষয় হয়েছি।
15 to satisfy me in/on/with bitterness to quench me wormwood
১৫তিনি তিক্ততায় আমাকে ভরে দিয়েছেন এবং তেতো রস পান করতে বাধ্য করেছেন।
16 and to break in/on/with gravel tooth my to cower me in/on/with ashes
১৬তিনি কাঁকর দিয়ে আমার দাঁত ভেঙে দিয়েছেন, তিনি আমাকে ছাইয়ের মধ্যে ঠেলে দিয়েছেন।
17 and to reject from peace soul my to forget welfare
১৭তুমি আমার জীবন থেকে শান্তি সরিয়ে নিয়েছ; আনন্দ আমি ভুলে গিয়েছি।
18 and to say to perish perpetuity my and hope my from LORD
১৮তাই আমি বললাম, “আমার শক্তি ও সদাপ্রভুতে আমার আশা নষ্ট হয়েছে।”
19 to remember affliction my and wandering my wormwood and poison
১৯মনে কর আমার দুঃখ ও আমার বিপথে যাওয়া, তেতো রস এবং বিষ।
20 to remember to remember (and to sink *Q(K)*) upon me soul my
২০আমি অবশ্যই তা মনে রাখছি এবং আমি নিজের কাছে নত হচ্ছি।
21 this to return: recall to(wards) heart my upon so to wait: hope
২১কিন্তু আমি আবার মনে করি; তাই আমার আশা আছে।
22 kindness LORD for not to finish for not to end: finish compassion his
২২সদাপ্রভুর দয়ার জন্য আমরা নষ্ট হয়নি; কারণ তাঁর দয়া শেষ হয়নি।
23 new to/for morning many faithfulness your
২৩প্রতি সকালে সেগুলি নতুন! তোমার বিশ্বস্ততা মহান।
24 portion my LORD to say soul my upon so to wait: hope to/for him
২৪আমার প্রাণ বলে, “সদাপ্রভুই আমার অধিকার,” তাই আমি তাঁর উপর আশা করব।
25 pleasant LORD (to/for to await him *Q(K)*) to/for soul to seek him
২৫সদাপ্রভু তার জন্যই ভালো যে তার অপেক্ষা করে, সেই জীবনের পক্ষে যা তাকে খোঁজে।
26 pleasant and waiting and silence to/for deliverance: salvation LORD
২৬সদাপ্রভুর পরিত্রানের জন্য নীরবে অপেক্ষা করাই ভালো।
27 pleasant to/for great man for to lift: bear yoke in/on/with youth his
২৭একজন মানুষের পক্ষে যৌবনকালে যোঁয়ালী বহন করা ভালো।
28 to dwell isolation and to silence: silent for to lift upon him
২৮তাকে একা ও নীরবে বসতে দাও, কারণ সদাপ্রভু তার ওপরে যোঁয়ালী চাপিয়েছেন।
29 to give: put in/on/with dust lip his perhaps there hope
২৯সে ধূলোতে মুখ দিক, তবে হয়তো আশা হলেও হতে পারে।
30 to give: give to/for to smite him jaw to satisfy in/on/with reproach
৩০যে তাকে মারছে তার কাছে গাল পেতে দিক। তাকে অপমানে পরিপূর্ণ হতে দাও।
31 for not to reject to/for forever: enduring Lord
৩১কারণ প্রভু চিরকালের জন্য তাকে ত্যাগ করবেন না!
32 that if: except if: except to suffer and to have compassion like/as abundance (kindness his *Q(K)*)
৩২যদিও দুঃখ দেন, তবুও নিজের মহান দয়া অনুসারে করুণা করবেন।
33 for not to afflict from heart his and to suffer (son: child *L(abh)*) man
৩৩কারণ তিনি হৃদয়ের সঙ্গে দুঃখ দেন না, মানুষের সন্তানদের শোকার্ত করেন না।
34 to/for to crush underneath: under foot his all prisoner land: country/planet
৩৪লোকে যে পৃথিবীর বন্দীদের সবাইকে পায়ের তলায় পিষে দেয়,
35 to/for to stretch justice great man before face Most High
৩৫সর্বশক্তিমানের সামনে মানুষের প্রতি অন্যায় করে,
36 to/for to pervert man in/on/with strife his Lord not to see: select
৩৬একজন লোক তার অন্যায় চেপে রাখে, তা সদাপ্রভু কি দেখতে পান না?
37 who? this to say and to be Lord not to command
৩৭প্রভু আদেশ না করলে কার কথা সফল হতে পারে?
38 from lip Most High not to come out: come [the] distress: harm and [the] pleasant
৩৮সর্বশক্তিমান ঈশ্বরের মুখ থেকে কি বিপদ ও ভালো বিষয় দুইই বের হয় না?
39 what? to complain man alive great man upon (sin his *Q(K)*)
৩৯যে কোনো জীবিত লোক তার পাপের শাস্তির জন্য কেমন করে অভিযোগ করতে পারে?
40 to search way: conduct our and to search and to return: return till LORD
৪০এস, আমরা নিজের নিজের রাস্তা বিচার করি ও পরীক্ষা করি এবং সদাপ্রভুর কাছে ফিরে যাই।
41 to lift: trust heart our to(wards) palm to(wards) God in/on/with heaven
৪১এস, হাতের সঙ্গে হৃদয়কে ও স্বর্গের নিবাসী ঈশ্বরের দিকে হাত উঠাই এবং প্রার্থনা করি:
42 we to transgress and to rebel you(m. s.) not to forgive
৪২“আমরা তোমার বিরুদ্ধে পাপ ও বিদ্রোহ করেছি; তাই তুমি ক্ষমা করনি।
43 to cover in/on/with face: anger and to pursue us to kill not to spare
৪৩তুমি নিজেকে রাগে ঢেকে আমাদেরকে তাড়না করেছ, হত্যা করেছ, দয়া করনি।
44 to cover in/on/with cloud to/for you from to pass prayer
৪৪তুমি নিজেকে মেঘে ঢেকে রেখেছ, তাই কোনো প্রার্থনা তা ভেদ করতে পারেনা।
45 offscouring and refuse to set: make us in/on/with entrails: among [the] people
৪৫তুমি জাতিদের মধ্যে আমাদেরকে জঞ্জাল ও আবর্জনা করেছ।
46 to open upon us lip their all enemy our
৪৬আমাদের সব শত্রু আমাদের বিরুদ্ধে উপহাসের সঙ্গে মুখ খুলেছে।
47 dread and pit to be to/for us [the] devastation and [the] breaking
৪৭ভয় ও ফাঁদ, নির্জনতা ও ধ্বংস আমাদের ওপরে এসেছে।”
48 stream water to go down eye my upon breaking daughter people my
৪৮আমার লোকের মেয়ের ধ্বংসের জন্য আমার চোখে জলের ধারা বয়ে যাচ্ছে।
49 eye my to pour and not to cease from nothing cessation
৪৯আমার চোখে সবদিন জলে বয়ে যাচ্ছে, থামে না,
50 till to look and to see: see LORD from heaven
৫০যে পর্যন্ত সদাপ্রভু স্বর্গ থেকে নীচু হয়ে না তাকান।
51 eye my to abuse to/for soul: myself my from all daughter city my
৫১আমার শহরের সমস্ত মেয়ের জন্য আমার চোখ আমার জীবনে কঠিন ব্যথা আনে।
52 to hunt to hunt me like/as bird enemy my for nothing
৫২বিনা কারণে যারা আমার শত্রু, তারা আমাকে পাখির মতো শিকার করেছে।
53 to destroy in/on/with pit life my and to give thanks stone in/on/with me
৫৩তারা আমার জীবন কুয়োতে ধ্বংস করেছে এবং আমার ওপরে পাথর ছুঁড়েছে।
54 to flow water upon head my to say to cut
৫৪আমার মাথার ওপর দিয়ে জল বয়ে গেল; আমি বললাম, “আমি ধ্বংস হয়েছি।”
55 to call: call to name your LORD from pit lower
৫৫হে সদাপ্রভু, আমি নীচের গর্তের ভিতর থেকে তোমার নাম ডেকেছি।
56 voice my to hear: hear not to conceal ear your to/for relief my to/for cry my
৫৬তুমি আমার কন্ঠস্বর শুনেছ; যখন আমি বললাম, “আমার সাহায্যের জন্য তোমার কান লুকিয়ে রেখো না।”
57 to present: come in/on/with day to call: call to you to say not to fear
৫৭যে দিন আমি তোমাকে ডেকেছি, সেই দিন তুমি আমার কাছে এসেছ এবং আমাকে বলেছ, “ভয় কোরো না।”
58 to contend Lord strife soul: myself my to redeem: redeem life my
৫৮হে প্রভু, তুমি আমার জীবনের সমস্ত বিবাদগুলি সমাধান করেছ; আমার জীবন মুক্ত করেছ।
59 to see: see LORD oppression my to judge [emph?] justice my
৫৯হে সদাপ্রভু, তুমি আমার প্রতি করা অত্যাচার দেখেছ, আমার বিচার ন্যায্যভাবে কর।
60 to see: see all vengeance their all plot their to/for me
৬০ওদের সব প্রতিশোধ ও আমার বিরুদ্ধে করা সমস্ত পরিকল্পনা তুমি দেখেছ।
61 to hear: hear reproach their LORD all plot their upon me
৬১হে সদাপ্রভু, তুমি ওদের অবজ্ঞা ও আমার বিরুদ্ধে করা ওদের সকল পরিকল্পনা শুনেছ;
62 lips to arise: attack me and meditation their upon me all [the] day
৬২যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে বলে এবং তারা আমার বিরুদ্ধে তাদের কথাবার্তা শুনেছ।
63 seat their and rising their to look [emph?] I mocking their
৬৩তাদের বসা ও ওঠা দেখ, হে সদাপ্রভু! আমি তাদের বিদ্রূপের গানের বিষয়।
64 to return: pay to/for them recompense LORD like/as deed: work hand their
৬৪হে সদাপ্রভু, তুমি তাদের হাতের কাজ অনুসারে প্রতিদান তাদেরকে দেবে।
65 to give: give to/for them covering heart curse your to/for them
৬৫তুমি তাদের হৃদয়ে ভয় দেবে, তোমার অভিশাপ তাদের ওপর পড়বে।
66 to pursue in/on/with face: anger and to destroy them from underneath: under heaven LORD
৬৬তুমি তাদেরকে রাগে তাড়া করবে এবং সদাপ্রভু স্বর্গের নীচে থেকে তাদেরকে ধ্বংস করবে।