< Job 25 >

1 Then responded Bildad the Shuhite, and said: —
পরে শূহীয় বিল্‌দদ উত্তর দিলেন:
2 Dominion and dread, are with him, who causeth prosperity among his lofty ones;
“আধিপত্য ও সম্ভ্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়; স্বর্গের উচ্চতায় তিনি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন।
3 Is there any number to his troops? And upon whom ariseth not his light?
তাঁর বাহিনীর সংখ্যা কি গুনে রাখা যায়? এমন কে আছে যার উপর তাঁর আলো উদিত হয় না?
4 How then shall, a mortal, be just with GOD? Or how shall he be pure who is born of a woman?
ঈশ্বরের সামনে নশ্বর মানুষ তবে কীভাবে ধার্মিক গণিত হবে? স্ত্রী-জাত মানুষ কীভাবে শুচিশুদ্ধ হবে?
5 Look as far as the moon, and it is not clear, and, the stars, are not bright in his eyes!
যদি তাঁর দৃষ্টিতে চাঁদও উজ্জ্বল নয় ও তারাগুলিও বিশুদ্ধ নয়,
6 How much less a mortal who is a creeping thing? Or a son of the earth-born who is a worm?
তবে সেই নশ্বর মানুষ কী, যে এক শূককীটমাত্র— সেই মানুষই বা কী, যে এক কীটমাত্র!”

< Job 25 >