< Psalms 130 >
1 A SONG OF THE ASCENTS. I have called You from the depths, YHWH.
একটি আরোহণ সংগীত। হে সদাপ্রভু, আমি অতল থেকে তোমার সাহায্য চেয়েছি;
2 Lord, listen to my voice, Your ears are attentive to the voice of my supplications.
হে সদাপ্রভু, আমার কণ্ঠস্বর শোনো। আমার বিনতি প্রার্থনার প্রতি তোমার কান মনযোগী হোক।
3 If You observe iniquities, Lord YAH, who stands?
হে সদাপ্রভু, যদি তুমি পাপের হিসেব রাখতে, তবে প্রভু, কে বাঁচতে পারত?
4 But forgiveness [is] with You, that You may be feared.
কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন আমরা, সম্ভ্রমে তোমার সেবা করতে পারি।
5 I hoped [for] YHWH—my soul has hoped, And I have waited for His word.
আমি সদাপ্রভুর প্রতীক্ষায় থাকি, আমার সমস্ত অন্তর প্রতীক্ষা করে, এবং তাঁর বাক্যে আমি আশা রাখি।
6 My soul [is] for the Lord, More than those watching for morning, Watching for morning!
প্রত্যুষের জন্য প্রহরী যেমন প্রতীক্ষায় থাকে হ্যাঁ, প্রত্যুষের জন্য প্রহরী যেমন প্রতীক্ষায় থাকে, আমার প্রাণ, প্রভুর জন্য, তার থেকেও বেশি প্রতীক্ষায় থাকে।
7 Israel waits on YHWH, For kindness [is] with YHWH, And redemption [is] abundant with Him.
হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর আশা রাখো, কারণ সদাপ্রভুর কাছে অবিচল প্রেম আছে, এবং তাঁর কাছে পূর্ণ মুক্তি আছে।
8 And He redeems Israel from all his iniquities!
তিনি নিজেই ইস্রায়েলকে সব পাপ থেকে মুক্ত করবেন।