< Psalms 130 >

1 A SONG OF THE ASCENTS. I have called You from the depths, YHWH.
আরোহণ-গীত। আমি বিপদের গভীর সমুদ্রথেকে তোমাকে ডাকি, সদাপ্রভুু।
2 Lord, listen to my voice, Your ears are attentive to the voice of my supplications.
প্রভু আমার রব শোন, তোমার কান আমার বিনতির রব শুনুক।
3 If You observe iniquities, Lord YAH, who stands?
যদি তুমি, সদাপ্রভুু, অপরাধ সব ধর, প্রভু, কে দাঁড়াতে পারে?
4 But forgiveness [is] with You, that You may be feared.
কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন তুমি শ্রদ্ধা পাও।
5 I hoped [for] YHWH—my soul has hoped, And I have waited for His word.
আমি সদাপ্রভুুর জন্য অপেক্ষা করি; আমার আত্মা অপেক্ষা করে; আমি তাঁর বাক্যে আশা করছি।
6 My soul [is] for the Lord, More than those watching for morning, Watching for morning!
প্রহরীরা যেমন সকালের জন্য অপেক্ষা করে, আমার আত্মা তার থেকে বেশী প্রভুর জন্য অপেক্ষা করে।
7 Israel waits on YHWH, For kindness [is] with YHWH, And redemption [is] abundant with Him.
ইস্রায়েল, সদাপ্রভুুতে আশা কর; সদাপ্রভুু করুণাময় এবং তিনি ক্ষমা করতে খুব ইচ্ছুক।
8 And He redeems Israel from all his iniquities!
এই হলেন তিনি যিনি তার সব পাপ থেকে ইস্রায়েলকে মুক্ত করবেন।

< Psalms 130 >