< Job 25 >
1 Then answered Bildad the Shuhite, and sayd,
১তখন শূহীয় বিলদদ উত্তর করলেন এবং বললেন,
2 Power and feare is with him, that maketh peace in his hie places.
২“কর্তৃত্ব এবং ভয়ানকতা তাঁর; তিনি তাঁর স্বর্গের উঁচু জায়গায় শাস্তি বিধান করেন।
3 Is there any nomber in his armies? and vpon whom shall not his light arise?
৩তাঁর সৈন্য সংখ্যার কোন শেষ আছে? কার ওপর তাঁর আলো ওঠে না?
4 And howe may a man be iustified with God? or how can he be cleane, that is borne of woman?
৪তাহলে মানুষ কীভাবে ঈশ্বরের কাছে ধার্মিক হবে? যে একজন স্ত্রী থেকে জন্মেছে সে কীভাবে শুচি হবে, কীভাবে তাঁর কাছে গ্রহণ যোগ্য হবে?
5 Behold, he wil giue no light to the moone, and the starres are vncleane in his sight.
৫দেখ, এমনকি চাঁদেরও কোন উজ্জ্বলতা নেই তাঁর কাছে; তারারা তাঁর চোখে শুদ্ধ নয়।
6 How much more man, a worme, euen the sonne of man, which is but a worme?
৬কত কম মানুষ, যারা কীটের মত একটি মানুষ, যে একটি কৃমির মত!”