< Psalmen 113 >

1 Halleluja! Looft, dienaars van Jahweh, Looft Jahweh’s Naam!
সদাপ্রভুুর প্রশংসা কর। প্রশংসা কর, তোমরা সদাপ্রভুুর দাসেরা; সদাপ্রভুুর নামের প্রশংসা কর।
2 Gezegend zij de Naam van Jahweh Van nu af tot in eeuwigheid;
ধন্য সদাপ্রভুুর নাম, উভয়ই এখন এবং অনন্তকাল।
3 Van de opgang tot de ondergang der zon Zij de Naam van Jahweh geprezen!
সূর্য্য ওঠা থেকে অস্ত পর্যন্ত, সদাপ্রভুুর নামের প্রশংসা হওয়া উচিত।
4 Hoog boven alle volkeren is Jahweh verheven, Hoog boven de hemelen zijn glorie!
সদাপ্রভুু সবজাতির উপরে উন্নত এবং তাঁর গৌরব আকাশমণ্ডলের ওপরে উন্নত।
5 Wie is Jahweh gelijk, onzen God: Die troont in de hoogte,
কে আমাদের ঈশ্বর সদাপ্রভুুর মতো? কার স্থান এতো উঁচুতে আছে,
6 En schouwt in de diepte, In hemel en aarde?
কে নিচে আকাশের দিকে এবং পৃথিবীর দিকে তাকায়?
7 Den geringe verheft Hij uit het stof, Den arme beurt Hij uit het slijk:
তিনি ধূলো থেকে গরিবকে তোলেন এবং ছাইয়ের ঢিবি থেকে গরিবকে ওঠান,
8 Om hem een plaats bij de vorsten te geven, Bij de vorsten van zijn volk;
যাতে সে নেতাদের সঙ্গে, তার লোকদের নেতাদের সঙ্গে বসতে পারে।
9 En de onvruchtbare herstelt Hij in ere, Als een blijde moeder van zonen!
তিনি সন্তানহীনাকে গৃহিণী করেন, কারণ তাকে শিশুদের আনন্দময়ী মা করেন। সদাপ্রভুুর প্রশংসা কর।

< Psalmen 113 >