< 約伯記 40 >

1 耶和華又對約伯說:
সদাপ্রভু ইয়োবের সঙ্গে কথা বলে চললেন; তিনি বললেন,
2 強辯的豈可與全能者爭論嗎? 與上帝辯駁的可以回答這些吧!
“যে সমালোচনা করতে চায় সে কি সর্বশক্তিমানকে সংশোধনের চেষ্টা করবে? যে ঈশ্বরের সঙ্গে তর্ক বিতর্ক করে, সে উত্তর দিক।”
3 於是,約伯回答耶和華說:
তখন ইয়োব সদাপ্রভুকে উত্তর দিলেন এবং বললেন,
4 我是卑賤的!我用甚麼回答你呢? 只好用手摀口。
“দেখুন, আমি তুচ্ছ; আমি কি করে আপনাকে উত্তর দেব? আমি আমার মুখের ওপর হাত রাখি।
5 我說了一次,再不回答; 說了兩次,就不再說。
আমি একবার কথা বলেছি এবং আমি আর উত্তর দেব না; সত্যি, দুবার, কিন্তু আমি আর বলব না।”
6 於是,耶和華從旋風中回答約伯說:
তখন সদাপ্রভু প্রচন্ড ঝড়ের মধ্য থেকে ইয়োবকে উত্তর দিলেন এবং বললেন,
7 你要如勇士束腰; 我問你,你可以指示我。
“তুমি এখন একজন পুরুষের মত তোমার কোমর বাঁধ, কারণ আমি তোমায় প্রশ্ন করব এবং তুমি অবশ্যই আমায় উত্তর দেবে।
8 你豈可廢棄我所擬定的? 豈可定我有罪,好顯自己為義嗎?
তুমি কি প্রকৃত পক্ষে বলতে চাইছ যে আমি অন্যায়ী? তুমি কি আমাকে দোষী করবে যাতে তুমি দাবি করতে পার যে তুমি ধার্মিক?
9 你有上帝那樣的膀臂嗎? 你能像他發雷聲嗎?
তোমার কি ঈশ্বরের মত হাত আছে? তুমি কি তাঁর মত গর্জ্জন করতে পার?
10 你要以榮耀莊嚴為妝飾, 以尊榮威嚴為衣服;
১০এখন নিজেকে গৌরবে এবং মর্যাদায় সাজাও; নিজেকে সম্মানে এবং মহিমায় সাজাও।
11 要發出你滿溢的怒氣, 見一切驕傲的人,使他降卑;
১১তোমার প্রচন্ড রাগ ছেড়ে দাও; প্রত্যেকে অহঙ্কারীর দিকে তাকাও এবং তাকে নত কর।
12 見一切驕傲的人,將他制伏, 把惡人踐踏在本處;
১২প্রত্যেকে অহঙ্কারীর দিকে তাকাও এবং তাকে নম্র কর; পাপীদের তাদের জায়গায় মাড়াও।
13 將他們一同隱藏在塵土中, 把他們的臉蒙蔽在隱密處;
১৩তাদের একসঙ্গে মাটিতে কবর দাও; গোপন জায়গায় তাদের মুখ বন্ধ কর।
14 我就認你右手能以救自己。
১৪তখন কি আমি তোমার বিষয়ে স্বীকার করব যে তোমার নিজের ডান হাত তোমায় রক্ষা করতে পারে?
15 你且觀看河馬; 我造你也造牠。 牠吃草與牛一樣;
১৫বহেমোৎকে দেখ, আমি তোমার সঙ্গে তাকেও বানিয়েছি; সে ষাঁড়ের মত ঘাস খায়।
16 牠的氣力在腰間, 能力在肚腹的筋上。
১৬এখন দেখ, তার কোমরে তার শক্তি; তার পেটের পেশিতে তার শক্তি।
17 牠搖動尾巴如香柏樹; 牠大腿的筋互相聯絡。
১৭সে দেবদারু গাছের মত তার লেজ নাড়ায়; তার উরুর পেশী একসঙ্গে জোড়া।
18 牠的骨頭好像銅管; 牠的肢體彷彿鐵棍。
১৮তার হাড় পিতলের নলের মত; তার পা লোহার ডান্ডার মত।
19 牠在上帝所造的物中為首; 創造牠的給牠刀劍。
১৯সে ঈশ্বরের সৃষ্টি সমস্ত জীবজন্তুদের মধ্যে প্রধান। একমাত্র ঈশ্বর, যিনি তাকে বানিয়েছেন, যিনি তাকে হারাতে পারেন।
20 諸山給牠出食物, 也是百獸遊玩之處。
২০পাহাড়রা তাকে খাবার যোগায়; মাঠের পশুরা তার আশেপাশে খেলা করে।
21 牠伏在蓮葉之下, 臥在蘆葦隱密處和水窪子裏。
২১সে পদ্ম গাছের নলের তলায় শুয়ে থাকে, জলাভূমিতে শুয়ে থাকে।
22 蓮葉的陰涼遮蔽牠; 溪旁的柳樹環繞牠。
২২পদ্ম গাছ নিজের ছায়ায় তাদের ঢাকে; নদীর গাছ তার চারিদিকে ঘিরে থাকে।
23 河水泛濫,牠不發戰; 就是約旦河的水漲到牠口邊,也是安然。
২৩দেখ, যদি নদী তার কুলকে ভাষায়, সে ভয় পায় না; সে আত্মবিশ্বাসী, যদিও যর্দ্দন নদীর ঢেউ ছাপিয়ে উঠে তার মুখে পড়ে তবুও সে স্থির থাকে।
24 在牠防備的時候,誰能捉拿牠? 誰能牢籠牠穿牠的鼻子呢?
২৪কেউ কি তাকে বঁড়শি দিয়ে ধরতে পারে অথবা ফাঁদ দিয়ে কে তার নাক ফুঁড়তে পারে?”

< 約伯記 40 >