< 詩篇 117 >

1 列國萬民,請讚美上主,一切民族,請歌頌上主!
হে সমস্ত জাতি, সদাপ্রভুর প্রশংসা করো; সমস্ত লোকজন, তাঁর সংকীর্তন করো।
2 因為祂仁愛厚加於我們,上主的忠誠必要永遠常存。阿肋路亞!
কারণ আমাদের প্রতি তাঁর প্রেম মহান, এবং সদাপ্রভুর বিশ্বস্ততা অনন্তকালস্থায়ী। সদাপ্রভুর প্রশংসা করো।

< 詩篇 117 >