< 箴言 31 >

1 瑪薩的君王肋慕耳的格言,是他母親教給他的:
লমূয়েল রাজার কথা। তাঁর মা তাঁকে এই ভাববানী শিক্ষা দিয়েছিলেন।
2 我兒! 我的親生兒! 我的長子肋慕耳! 我許願所得的孩子! 我可給你說些什麼﹖
হে আমার পুত্র, কি বলব? হে আমার গর্ভের সন্তান, কি বলব? হে আমার মানতের ছেলে, কি বলব?
3 你不要將你的精力,為女人而消耗;也不要為君王的宮女,白費你的血氣。
তুমি নারীদেরকে নিজের শক্তি দিও না, যা রাজাদের ক্ষতিকারক, তাতে যুক্ত থেকো না।
4 肋慕耳! 清酒不宜於君王,醇酒不宜於公侯,
রাজাদের জন্য, হে লমূয়েল, রাজাদের জন্য মদ্যপান উপযুক্ত নয়, সুরা কোথায়। শাসনকর্ত্তাদের জিজ্ঞাসা করা উচিত নয়।
5 免得在酒興之餘,輕易將法律忘掉,顛倒窮人的是非。
পাছে পান করে তাঁরা ব্যবস্থা ভুলে যায় এবং কোনো দুঃখীর বিচার উল্টো করেন।
6 應將醇酒給與哀慟欲絕的人,應將清酒給與心靈痛楚的人,
মরার মত মানুষকে সুরা দাও, তিক্তপ্রাণ লোককে আঙ্গুর রস দাও;
7 好叫他們喝了,完全忘掉自己的貧乏,不再記憶自己的憂苦。
সে পান করে দৈন্যদশা ভুলে যাক, নিজের দুর্দশা আর মনে না করুক।
8 你應為啞吧開口,為被棄的人辯護;
তুমি বোবাদের জন্য তোমার মুখ খোল, অনাথদের জন্য মুখ খোল।
9 你應開口秉公行審,應為貧苦弱小辯護。
তোমার মুখ খোল, ন্যায় বিচার কর, দুঃখী ও দরিদ্রের বিচার কর। গুণবতী স্ত্রীর বর্ণনা
10 賢淑的婦女,有誰能找到﹖她本身價值,遠勝過珠寶。
১০গুণবতী স্ত্রী কে পেতে পারে? মুক্তা থেকেও তাঁর মূল্য অনেক বেশী।
11 她的丈夫對她衷心信賴,一切所需從來不會缺少。
১১তাঁর স্বামীর হৃদয় তাঁতে নির্ভর করে, স্বামীর লাভের অভাব হয় না।
12 她一生歲月,只叫他幸福,不給他煩惱。
১২তিনি জীবনের সব দিন তাঁর উপকার করেন, অপকার করেন না।
13 她弄來羊毛細麻,愉快地親手勞作。
১৩তিনি মেষলোম ও মসীনা খোঁজ করেন, আনন্দিত ভাবে নিজের হাতে কাজ করেন।
14 她宛如一隻商船,由遠處運來食糧。
১৪তিনি বাণিজ্য-জাহাজের মত, তিনি দূর থেকে নিজের খাদ্রসামগ্রী আনেন।
15 天還未明,她已起身,為給家人分配食物,給婢女們分派家務。
১৫তিনি রাত থাকতে উঠেন, আর নিজের পরিজনদেরকে খাবার দেন, নিজের দাসীদেরকে কাজ নির্ধারণ করে দেন।
16 她看中一塊田地,就將它買了來,以雙手所得的收入,栽植了葡萄園。
১৬তিনি ক্ষেত্রের বিষয়ে ঠিক করে তা কেনেন, নিজের হাতের ফল দিয়ে দ্রাক্ষার বাগান তৈরী করেন।
17 她以勇力束腰,增強自己臂力。
১৭তিনি শক্তিতে কোমরবন্ধন করেন, নিজের হাতদুটো শক্তিশালী করেন।
18 她發覺自己經營生利,她的燈盞夜間仍不熄滅。
১৮তিনি দেখতে পান, তাঁর ব্যবসায় ভালো, রাতে তাঁর আলো নেভে না।
19 她手執紡錘,手指旋轉紗錠。
১৯তিনি টেকুয়া নিতে নিজের হাত বাড়ান, তাঁর হাত দুটো পেঁজা তুলো ধরে।
20 對貧苦的人,她隨手賙濟;對無靠的人,她伸手扶助。
২০তিনি দরিদ্রের প্রতি মুক্তহস্ত হন, দীনহীনের দিকে হাত বাড়িয়ে দেন।
21 為自己的家人,她不害怕風雪,因為全家上下,都穿雙料衣裳。
২১তিনি নিজের পরিবারের বিষয়ে বরফ থেকে ভয় পান না; কারণ তাঁর সব বাড়ীর লোকেরা লাল পোশাক পরে।
22 她為自己做了華麗的舖蓋,身穿的是細麻和紫錦的衣裳。
২২তিনি নিজের জন্য পর্দার চাদর তৈরী করেন, তাঁর পোশাক সাদা মসীনা-বস্ত্র ও বেগুনি বস্ত্র।
23 她的丈夫與當地長老同席,在城門口深為眾人所認識。
২৩তাঁর স্বামী নগর-দরজায় প্রসিদ্ধ হন, যখন দেশের প্রাচীনদের সঙ্গে বসেন।
24 她紡織紗布予以出售,又製造腰帶賣與商賈。
২৪তিনি সূক্ষ্ম বস্ত্র তৈরী করে বিক্রি করেন, ব্যবসায়ীদের হাতে কটিবস্ত্র তুলেদেন।
25 剛毅和尊嚴是她的服飾,一念及將來便笑容滿面。
২৫শক্তি ও সমাদর তাঁর পোশাক; তিনি ভবিষ্যৎকালের বিষয়ে হাঁসেন।
26 她一開口即傾吐智慧,舌上常有仁慈的訓誨。
২৬তিনি প্রজ্ঞার সঙ্গে মুখ খোলেন, তাঁর জিভে দয়ার ব্যবস্থা থাকে
27 她不斷督察家務,從不白吃閒飯。
২৭তিনি নিজের পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন, তিনি অলসের খাবার খান না।
28 她的子女起來向她祝福,她的丈夫對她讚不絕口:「
২৮তাঁর ছেলেরা উঠে তাঁকে ধন্য বলে; তাঁর স্বামীও বলেন, আর তাঁর এরকম প্রশংসা করেন,
29 賢淑的女子很多,唯有你超群群出眾。」
২৯“অনেক মেয়ে গুনের প্রদর্শন করেছেন, কিন্তু তাদের মধ্যে সর্বাপেক্ষা তুমি শ্রেষ্ঠা।”
30 姿色是虛幻,美麗是泡影;敬畏上主的女人,纔堪當受人讚美。
৩০লাবণ্য মিথ্যা, সৌন্দর্য্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন, তিনিই প্রশংসনীয়া।
31 願她享受她雙手操勞的成果! 願她的事業在城門口使她受讚揚!
৩১তোমরা তাঁর হাতের ফল তাঁকে দাও, নগর-দরজার সামনে তাঁর কাজ তাঁর প্রশংসা করুক।

< 箴言 31 >