< 約伯記 40 >

1 上主又接著問約伯說:
সদাপ্রভু ইয়োবের সঙ্গে কথা বলে চললেন; তিনি বললেন,
2 好辯之士,豈能同全能者辯論﹖非難天主的,請答覆這一切!
“যে সমালোচনা করতে চায় সে কি সর্বশক্তিমানকে সংশোধনের চেষ্টা করবে? যে ঈশ্বরের সঙ্গে তর্ক বিতর্ক করে, সে উত্তর দিক।”
3 約伯回答上主說:「
তখন ইয়োব সদাপ্রভুকে উত্তর দিলেন এবং বললেন,
4 看,我這麼卑賤,我能回答什麼﹖只好用手掩口。
“দেখুন, আমি তুচ্ছ; আমি কি করে আপনাকে উত্তর দেব? আমি আমার মুখের ওপর হাত রাখি।
5 我說過一次,再不敢重複;我再說一次:我不敢再說什麼! 」
আমি একবার কথা বলেছি এবং আমি আর উত্তর দেব না; সত্যি, দুবার, কিন্তু আমি আর বলব না।”
6 上主由旋風中回答約伯說:
তখন সদাপ্রভু প্রচন্ড ঝড়ের মধ্য থেকে ইয়োবকে উত্তর দিলেন এবং বললেন,
7 你要像勇士束好腰,我要問你,請指教我。
“তুমি এখন একজন পুরুষের মত তোমার কোমর বাঁধ, কারণ আমি তোমায় প্রশ্ন করব এবং তুমি অবশ্যই আমায় উত্তর দেবে।
8 你豈能推翻我的評斷,歸罪於我,而自以為有理﹖
তুমি কি প্রকৃত পক্ষে বলতে চাইছ যে আমি অন্যায়ী? তুমি কি আমাকে দোষী করবে যাতে তুমি দাবি করতে পার যে তুমি ধার্মিক?
9 你的手臂豈能同天主的相比﹖你的聲音,那能像雷鳴﹖
তোমার কি ঈশ্বরের মত হাত আছে? তুমি কি তাঁর মত গর্জ্জন করতে পার?
10 請你以尊貴和高雅作你的點綴,以光華美麗作你的衣裳;
১০এখন নিজেকে গৌরবে এবং মর্যাদায় সাজাও; নিজেকে সম্মানে এবং মহিমায় সাজাও।
11 發洩你的烈怒,貶抑一切高傲的人;
১১তোমার প্রচন্ড রাগ ছেড়ে দাও; প্রত্যেকে অহঙ্কারীর দিকে তাকাও এবং তাকে নত কর।
12 視察一切傲慢的人,且加以制服,推翻惡人所處的地位;
১২প্রত্যেকে অহঙ্কারীর দিকে তাকাও এবং তাকে নম্র কর; পাপীদের তাদের জায়গায় মাড়াও।
13 將他們一同埋在土中,把他們都關在黑暗中!
১৩তাদের একসঙ্গে মাটিতে কবর দাও; গোপন জায়গায় তাদের মুখ বন্ধ কর।
14 如果你能這樣作,我也要稱讚你,因為你的右手救護了你。
১৪তখন কি আমি তোমার বিষয়ে স্বীকার করব যে তোমার নিজের ডান হাত তোমায় রক্ষা করতে পারে?
15 且看河馬,牠同你都是我造成的,牠像牛一樣吃草。
১৫বহেমোৎকে দেখ, আমি তোমার সঙ্গে তাকেও বানিয়েছি; সে ষাঁড়ের মত ঘাস খায়।
16 牠的精力全在腰部,牠的力量是在腹部的肌肉;
১৬এখন দেখ, তার কোমরে তার শক্তি; তার পেটের পেশিতে তার শক্তি।
17 牠挺起尾巴好像香柏,大腿上的筋聯結在一起;
১৭সে দেবদারু গাছের মত তার লেজ নাড়ায়; তার উরুর পেশী একসঙ্গে জোড়া।
18 牠的脊骨好似銅管,牠的骨骸有如鐵杠。
১৮তার হাড় পিতলের নলের মত; তার পা লোহার ডান্ডার মত।
19 牠是天主的傑作,造牠者賜給了牠利刃。
১৯সে ঈশ্বরের সৃষ্টি সমস্ত জীবজন্তুদের মধ্যে প্রধান। একমাত্র ঈশ্বর, যিনি তাকে বানিয়েছেন, যিনি তাকে হারাতে পারেন।
20 群山供給牠食物,百獸在那裏同牠遊戲。
২০পাহাড়রা তাকে খাবার যোগায়; মাঠের পশুরা তার আশেপাশে খেলা করে।
21 牠臥在蓮葉之下,躺在蘆葦和沼澤深處;
২১সে পদ্ম গাছের নলের তলায় শুয়ে থাকে, জলাভূমিতে শুয়ে থাকে।
22 蓮葉的蔭影遮蔽著牠,溪邊的楊柳掩護著牠。
২২পদ্ম গাছ নিজের ছায়ায় তাদের ঢাকে; নদীর গাছ তার চারিদিকে ঘিরে থাকে।
23 河水漲溢之時,牠毫不戰慄;約但河漲到牠口邊,牠仍安寧。
২৩দেখ, যদি নদী তার কুলকে ভাষায়, সে ভয় পায় না; সে আত্মবিশ্বাসী, যদিও যর্দ্দন নদীর ঢেউ ছাপিয়ে উঠে তার মুখে পড়ে তবুও সে স্থির থাকে।
24 誰能在牠目前捕捉牠,或以木橛穿透牠的鼻孔﹖
২৪কেউ কি তাকে বঁড়শি দিয়ে ধরতে পারে অথবা ফাঁদ দিয়ে কে তার নাক ফুঁড়তে পারে?”

< 約伯記 40 >