< গীতসংহিতা 150 >
1 সদাপ্রভুর প্রশংসা করো। ঈশ্বরের পবিত্রস্থানে তাঁর প্রশংসা করো; বিশাল ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।
Алілуя! Хваліть Бога в святині Його, хваліте Його на могу́тнім Його небозво́ді!
2 তাঁর পরাক্রমের কীর্তির জন্য তাঁর প্রশংসা করো; তাঁর অতিক্রমকারী মহিমার জন্য তাঁর প্রশংসা করো।
Хвалі́те Його за чи́ни могутні Його, хваліте Його за могу́тню вели́чність Його́!
3 তূরীধ্বনির শব্দে তাঁর প্রশংসা করো, বীণা ও সুরবাহারে তাঁর প্রশংসা করো।
Хваліте Його звуком тру́бним, хваліте Його на арфі та гу́слах!
4 খঞ্জনি ও নৃত্যের তালে তাঁর প্রশংসা করো, তারের যন্ত্রে ও সানাই বাজিয়ে তাঁর প্রশংসা করো,
Хваліте Його на бу́бні та та́нцем, хваліте Його на стру́нах та флейті!
5 করতাল বাজিয়ে তাঁর প্রশংসা করো, করতালের উচ্চধ্বনিতে তাঁর প্রশংসা করো।
Хваліте Його на цимба́лах дзвінки́х, хваліте Його на цимба́лах гучни́х!
6 শ্বাসবিশিষ্ট সবকিছু সদাপ্রভুর প্রশংসা করুক। সদাপ্রভুর প্রশংসা করো।
Все, що ди́хає, — хай Господа хва́лить! Алілу́я!