< গীতসংহিতা 150 >

1 সদাপ্রভুর প্রশংসা করো। ঈশ্বরের পবিত্রস্থানে তাঁর প্রশংসা করো; বিশাল ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।
Halleluja! Lobet den HERRN in seinem Heiligtum; lobet ihn in der Feste seiner Macht!
2 তাঁর পরাক্রমের কীর্তির জন্য তাঁর প্রশংসা করো; তাঁর অতিক্রমকারী মহিমার জন্য তাঁর প্রশংসা করো।
Lobet ihn in seinen Taten; lobet ihn in seiner großen Herrlichkeit!
3 তূরীধ্বনির শব্দে তাঁর প্রশংসা করো, বীণা ও সুরবাহারে তাঁর প্রশংসা করো।
Lobet ihn mit Posaunen; lobet ihn mit Psalter und Harfe!
4 খঞ্জনি ও নৃত্যের তালে তাঁর প্রশংসা করো, তারের যন্ত্রে ও সানাই বাজিয়ে তাঁর প্রশংসা করো,
Lobet ihn mit Pauken und Reigen; lobet ihn mit Saiten und Pfeifen!
5 করতাল বাজিয়ে তাঁর প্রশংসা করো, করতালের উচ্চধ্বনিতে তাঁর প্রশংসা করো।
Lobet ihn mit hellen Zimbeln; lobet ihn mit wohlklingenden Zimbeln!
6 শ্বাসবিশিষ্ট সবকিছু সদাপ্রভুর প্রশংসা করুক। সদাপ্রভুর প্রশংসা করো।
Alles, was Odem hat, lobe den HERRN! Halleluja!

< গীতসংহিতা 150 >