< গীতসংহিতা 134 >

1 একটি আরোহণ সংগীত। হে সদাপ্রভুর সকল দাস, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, তোমরা যারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে পরিচর্যা করো।
سرود زائران به هنگام بالا رفتن به اورشلیم. خداوند را ستایش کنید، ای همهٔ خدمتگزاران خداوند که شبانگاه در خانۀ خداوند خدمت می‌کنید.
2 প্রার্থনায় তোমার দু-হাত পবিত্রস্থানের দিকে তুলে ধরো এবং সদাপ্রভুর ধন্যবাদ করো।
دستهای خود را به پیشگاه مقدّس خداوند برافرازید و او را پرستش کنید.
3 সদাপ্রভু, যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন, জেরুশালেম থেকে তোমাদের আশীর্বাদ করুন।
خداوندی که آسمان و زمین را آفرید، شما را از صهیون برکت خواهد داد.

< গীতসংহিতা 134 >