< গীতসংহিতা 134 >

1 একটি আরোহণ সংগীত। হে সদাপ্রভুর সকল দাস, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, তোমরা যারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে পরিচর্যা করো।
[A Song of Ascents.] Look. Praise the LORD, all you servants of the LORD, who stand by night in the LORD's house.
2 প্রার্থনায় তোমার দু-হাত পবিত্রস্থানের দিকে তুলে ধরো এবং সদাপ্রভুর ধন্যবাদ করো।
Lift up your hands in the sanctuary. Praise the LORD.
3 সদাপ্রভু, যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন, জেরুশালেম থেকে তোমাদের আশীর্বাদ করুন।
May the LORD bless you from Zion; even he who made heaven and earth.

< গীতসংহিতা 134 >