< গীতসংহিতা 121 >

1 একটি আরোহণ সংগীত। আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি— কোথা থেকে আমার সাহায্য আসে?
Pieśń stopni. Oczy moje podnoszę na góry, skądby mi pomoc przyszła.
2 স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সদাপ্রভুর কাছ থেকে আমার সাহায্য আসে।
Pomoc moja jest od Pana, który stworzył niebo i ziemię.
3 তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না, তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না;
Nie dopuści, aby się zachwiać miała noga twoja; nie drzemieć stróż twój.
4 সত্যিই, যিনি ইস্রায়েলের রক্ষক, তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না।
Oto nie drzemie ani śpi ten, który strzeże Izraela.
5 সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভু তোমার ডানদিকে তোমার ছায়া;
Pan jest stróżem twoim; Pan jest cieniem twoim po prawej ręce twojej.
6 দিনে সূর্য তোমার ক্ষতি করবে না, এমনকি রাতে চাঁদও করবে না।
We dnie słońce nie uderzy na cię, ani miesiąc w nocy.
7 সদাপ্রভু তোমাকে সব অমঙ্গল থেকে রক্ষা করবেন আর তিনি তোমার প্রাণরক্ষা করবেন;
Pan cię strzec będzie od wszystkiego złego; on duszy twojej strzec będzie.
8 তোমার যাওয়া-আসার পথে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন এখন থেকে চিরকাল পর্যন্ত।
Pan strzec będzie wyjścia twego i wejścia twego, odtąd aż na wieki.

< গীতসংহিতা 121 >