< গীতসংহিতা 121 >

1 একটি আরোহণ সংগীত। আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি— কোথা থেকে আমার সাহায্য আসে?
Cantique de Maaloth. J'élève mes yeux vers les montagnes d'où me viendra le secours.
2 স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সদাপ্রভুর কাছ থেকে আমার সাহায্য আসে।
Mon secours vient de l'Éternel, qui a fait les cieux et la terre.
3 তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না, তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না;
Il ne permettra pas que ton pied chancelle; celui qui te garde ne sommeillera point.
4 সত্যিই, যিনি ইস্রায়েলের রক্ষক, তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না।
Voici, celui qui garde Israël ne sommeillera point, et ne s'endormira point.
5 সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভু তোমার ডানদিকে তোমার ছায়া;
L'Éternel est celui qui te garde; l'Éternel est ton ombre; il est à ta main droite.
6 দিনে সূর্য তোমার ক্ষতি করবে না, এমনকি রাতে চাঁদও করবে না।
Le soleil ne te frappera point pendant le jour, ni la lune pendant la nuit.
7 সদাপ্রভু তোমাকে সব অমঙ্গল থেকে রক্ষা করবেন আর তিনি তোমার প্রাণরক্ষা করবেন;
L'Éternel te gardera de tout mal; il gardera ton âme.
8 তোমার যাওয়া-আসার পথে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন এখন থেকে চিরকাল পর্যন্ত।
L'Éternel gardera ta sortie et ton entrée, dès maintenant et à toujours.

< গীতসংহিতা 121 >