Preface
Bibles
+
BEC
HBA
X
<
h4616
>
X
<
^
>
<
>
<
গীতসংহিতা
120
>
1
একটি আরোহণ সংগীত। আমি সংকটকালে সদাপ্রভুকে ডাকলাম, আর তিনি আমার ডাকে সাড়া দিলেন।
שיר המעלות אל-יהוה בצרתה לי-- קראתי ויענני
2
হে সদাপ্রভু, মিথ্যাবাদী মুখ, ও ধাপ্পাবাজ জিভের কবল থেকে আমাকে রক্ষা করো।
יהוה--הצילה נפשי משפת-שקר מלשון רמיה
3
ধাপ্পাবাজ মুখ, ঈশ্বর তোমার প্রতি কী করবেন? তিনি কেমনভাবে তোমার শাস্তি বৃদ্ধি করবেন?
מה-יתן לך ומה-יסיף לך-- לשון רמיה
4
যোদ্ধার ধারালো তিরের আঘাতে তুমি বিদ্ধ হবে, আর জ্বলন্ত কয়লায় তুমি দগ্ধ হবে।
חצי גבור שנונים עם גחלי רתמים
5
হায় কী দুর্দশা আমার, আমি মেশকে বসবাস করছি, কেদরের তাঁবুর মধ্যে আমি বসবাস করছি।
אויה-לי כי-גרתי משך שכנתי עם-אהלי קדר
6
যারা শান্তি ঘৃণা করে, তাদের মাঝে আমি বহুকাল বসবাস করেছি।
רבת שכנה-לה נפשי-- עם שונא שלום
7
আমি শান্তির পক্ষে; কিন্তু আমি যখন কথা বলি, ওরা তখন যুদ্ধ চায়।
אני-שלום וכי אדבר המה למלחמה
<
গীতসংহিতা
120
>
Go to
>
Bookmark
/
Concordance
/
Maps
/
Report Issue
The world's first Holy Bible un-translation!