< গীতসংহিতা 113 >
1 সদাপ্রভুর প্রশংসা করো। তোমরা যারা তাঁর ভক্তদাস, সদাপ্রভুর প্রশংসা করো;
Алілуя!
2 এখন ও অনন্তকাল, সদাপ্রভুর নামের প্রশংসা হোক।
Нехай буде благословенне Господнє Ім'я́ відтепе́р і навіки!
3 সূর্যের উদয়স্থান থেকে অস্তস্থান পর্যন্ত সদাপ্রভুর নামের প্রশংসা হোক।
Від сходу сонця аж до захо́ду його — прославляйте Господнє Ім'я́!
4 সদাপ্রভু সব জাতির ঊর্ধ্বে, এবং তাঁর মহিমা আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত।
Господь підіймається над усі наро́ди, Його слава понад небеса́!
5 আমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি ঊর্ধ্বে সিংহাসনে অধিষ্ঠিত, তাঁর সঙ্গে কার তুলনা হয়!
Хто подібний до Господа, нашого Бога, що ме́шкає на висоті́,
6 তিনি আকাশমণ্ডল ও পৃথিবীর দিকে অবনত হয়ে দৃষ্টিপাত করেন।
та знижується, щоб побачити те, що на небеса́х і на землі?
7 তিনি ধুলো থেকে দরিদ্রদের তোলেন, আর ছাইয়ের স্তূপ থেকে অভাবীদের ওঠান;
Бідаря́ Він підво́дить із по́роху, зо сміття́ підіймає нужде́нного,
8 তিনি তাদের অধিপতিদের সঙ্গে, এমনকি তাঁর ভক্তদের অধিপতিদের সঙ্গে বসান।
щоб його посади́ти з вельмо́жними, з вельмо́жними люду Його́!
9 তিনি নিঃসন্তান মহিলাকে এক পরিবার দেন, তাকে ছেলেমেয়েদের সুখী মা করেন। সদাপ্রভুর প্রশংসা হোক।
Він неплідну в домі садо́вить за радісну матір дітей! Алілуя!