< গীতসংহিতা 113 >
1 সদাপ্রভুর প্রশংসা করো। তোমরা যারা তাঁর ভক্তদাস, সদাপ্রভুর প্রশংসা করো;
Halleluja! Kiittäkäät te, Herran palveliat, kiittäkäät Herran nimeä!
2 এখন ও অনন্তকাল, সদাপ্রভুর নামের প্রশংসা হোক।
Kiitetty olkoon Herran nimi, nyt ja ijankaikkisesti!
3 সূর্যের উদয়স্থান থেকে অস্তস্থান পর্যন্ত সদাপ্রভুর নামের প্রশংসা হোক।
Auringon koitosta hänen laskemiseensa asti olkoon Herran nimi kiitetty!
4 সদাপ্রভু সব জাতির ঊর্ধ্বে, এবং তাঁর মহিমা আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত।
Herra on korkia ylitse kaikkein pakanain, ja hänen kunniansa ylitse taivasten.
5 আমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি ঊর্ধ্বে সিংহাসনে অধিষ্ঠিত, তাঁর সঙ্গে কার তুলনা হয়!
Kuka on niinkuin Herra meidän Jumalamme, joka niin korkialla asuu?
6 তিনি আকাশমণ্ডল ও পৃথিবীর দিকে অবনত হয়ে দৃষ্টিপাত করেন।
Ja kuitenkin katsoo alimmaisia taivaassa ja maassa;
7 তিনি ধুলো থেকে দরিদ্রদের তোলেন, আর ছাইয়ের স্তূপ থেকে অভাবীদের ওঠান;
Joka köyhän tomusta ylentää, ja vaivaisen loasta korottaa,
8 তিনি তাদের অধিপতিদের সঙ্গে, এমনকি তাঁর ভক্তদের অধিপতিদের সঙ্গে বসান।
Istuttaaksensa häntä päämiesten sivuun, kansansa päämiesten sivuun;
9 তিনি নিঃসন্তান মহিলাকে এক পরিবার দেন, তাকে ছেলেমেয়েদের সুখী মা করেন। সদাপ্রভুর প্রশংসা হোক।
Joka hedelmättömät saattaa huoneesen asumaan, että hän riemuiseksi lasten äidiksi tulee. Halleluja!