< গীতসংহিতা 113 >

1 সদাপ্রভুর প্রশংসা করো। তোমরা যারা তাঁর ভক্তদাস, সদাপ্রভুর প্রশংসা করো;
Halleluja! Looft, dienaars van Jahweh, Looft Jahweh’s Naam!
2 এখন ও অনন্তকাল, সদাপ্রভুর নামের প্রশংসা হোক।
Gezegend zij de Naam van Jahweh Van nu af tot in eeuwigheid;
3 সূর্যের উদয়স্থান থেকে অস্তস্থান পর্যন্ত সদাপ্রভুর নামের প্রশংসা হোক।
Van de opgang tot de ondergang der zon Zij de Naam van Jahweh geprezen!
4 সদাপ্রভু সব জাতির ঊর্ধ্বে, এবং তাঁর মহিমা আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত।
Hoog boven alle volkeren is Jahweh verheven, Hoog boven de hemelen zijn glorie!
5 আমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি ঊর্ধ্বে সিংহাসনে অধিষ্ঠিত, তাঁর সঙ্গে কার তুলনা হয়!
Wie is Jahweh gelijk, onzen God: Die troont in de hoogte,
6 তিনি আকাশমণ্ডল ও পৃথিবীর দিকে অবনত হয়ে দৃষ্টিপাত করেন।
En schouwt in de diepte, In hemel en aarde?
7 তিনি ধুলো থেকে দরিদ্রদের তোলেন, আর ছাইয়ের স্তূপ থেকে অভাবীদের ওঠান;
Den geringe verheft Hij uit het stof, Den arme beurt Hij uit het slijk:
8 তিনি তাদের অধিপতিদের সঙ্গে, এমনকি তাঁর ভক্তদের অধিপতিদের সঙ্গে বসান।
Om hem een plaats bij de vorsten te geven, Bij de vorsten van zijn volk;
9 তিনি নিঃসন্তান মহিলাকে এক পরিবার দেন, তাকে ছেলেমেয়েদের সুখী মা করেন। সদাপ্রভুর প্রশংসা হোক।
En de onvruchtbare herstelt Hij in ere, Als een blijde moeder van zonen!

< গীতসংহিতা 113 >