< গীতসংহিতা 100 >
1 ধন্যবাদের সংগীত। সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।
Um salmo de ação de graças. Grite de alegria a Javé, todos vocês pousam!
2 মহানন্দে সদাপ্রভুর আরাধনা করো; আনন্দগান সহকারে তাঁর সামনে এসো।
Servir Yahweh com alegria. Venha antes de sua presença com o canto.
3 তোমরা জানো, সদাপ্রভুই ঈশ্বর। তিনিই আমাদের সৃষ্টি করেছেন, আর আমরা তাঁরই; আমরা তাঁর প্রজা, তাঁর চারণভূমির মেষ।
Saiba que Yahweh, ele é Deus. É ele quem nos fez, e nós somos dele. Nós somos seu povo, e as ovelhas de seu pasto.
4 ধন্যবাদ সহকারে তাঁর দ্বারে এবং প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো; তাঁকে ধন্যবাদ জানাও, আর তাঁর নামের প্রশংসা করো।
Entre em seus portões com ação de graças, e em seus tribunais com elogios. Dê graças a ele, e abençoe seu nome.
5 কারণ সদাপ্রভু মঙ্গলময় এবং তাঁর দয়া অনন্তকালস্থায়ী; তাঁর বিশ্বস্ততা বংশপরম্পরায় স্থায়ী।
Para Yahweh é bom. Sua bondade amorosa perdura para sempre, sua fidelidade a todas as gerações.