< হিতোপদেশ 2 >

1 হে আমার বাছা, তুমি যদি আমার কথা শোনো ও আমার আদেশগুলি হৃদয়ে সঞ্চয় করে রাখো,
Sine moj, ako primiš rijeèi moje, i zapovijesti moje sahraniš kod sebe,
2 প্রজ্ঞার প্রতি কর্ণপাত করো ও বুদ্ধিতে মনোনিবেশ করো—
Da pazi uho tvoje na mudrost, i prigneš srce svoje k razumu,
3 সত্যিই, তুমি যদি অন্তর্দৃষ্টিকে ডাক দাও ও বুদ্ধি লাভের জন্য জোর গলায় কাকুতিমিনতি করো,
Ako prizoveš mudrost, i k razumu podigneš glas svoj,
4 ও যদি রুপোর মতো তার খোঁজ করো ও গুপ্তধনের মতো তা খুঁজে বেড়াও,
Ako ga ustražiš kao srebro, i kao sakriveno blago ako dobro ustražiš;
5 তবেই তুমি সদাপ্রভুর ভয় বুঝতে পারবে ও ঈশ্বরের জ্ঞান খুঁজে পাবে।
Tada æeš razumjeti strah Gospodnji, i poznanje Božije naæi æeš.
6 কারণ সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন; তাঁর মুখ থেকেই জ্ঞান ও বুদ্ধি বের হয়।
Jer Gospod daje mudrost, iz njegovijeh usta dolazi znanje i razum.
7 ন্যায়পরায়ণদের জন্য তিনি সাফল্য সঞ্চয় করে রাখেন, যাদের চলন অনিন্দনীয়, তাদের জন্য তিনি ঢাল হয়ে দাঁড়ান,
Èuva pravima što doista jest, štit je onima koji hode u bezazlenosti,
8 কারণ তিনি ধার্মিকের পথ পাহারা দেন ও তাঁর বিশ্বস্তজনেদের গতিপথ রক্ষা করেন।
Da bi se držali staza pravijeh, a on èuva put svetaca svojih.
9 তখন তুমি বুঝবে ন্যায্য ও যথাযথ ও উপযুক্ত—প্রত্যেক সঠিক পথ কী।
Tada æeš razumjeti pravdu i sud i što je pravo, i svaki dobri put.
10 কারণ তোমার হৃদয়ে প্রজ্ঞা প্রবেশ করবে, ও জ্ঞান তোমার প্রাণের পক্ষে আনন্দদায়ক হবে।
Kad doðe mudrost u srce tvoje, i znanje omili duši tvojoj,
11 বিচক্ষণতা তোমাকে রক্ষা করবে, ও বুদ্ধি তোমাকে পাহারা দেবে।
Pomnjivost æe paziti na te, razum æe te èuvati,
12 প্রজ্ঞা তোমাকে দুষ্টলোকের পথ থেকে উদ্ধার করবে, সেইসব লোকের হাত থেকে করবে যারা বিকৃত কথা বলে,
Izbavljajuæi te od zla puta, od ljudi koji govore opake stvari,
13 যারা অন্ধকারাচ্ছন্ন পথে চলার জন্য সোজা পথ ত্যাগ করেছে,
Koji ostavljaju prave pute da idu putovima mraènijem,
14 যারা অন্যায় করে আনন্দ পায় ও মন্দের বিকৃতমনস্কতায় আনন্দিত হয়,
Koji se raduju zlo èineæi, i igraju u zlijem opaèinama;
15 যাদের পথ কুটিল ও যারা তাদের আচরণে প্রতারণাপূর্ণ।
Kojih su putovi krivi, i sami su opaki na stazama svojim;
16 প্রজ্ঞা তোমাকে ব্যভিচারিণীর হাত থেকেও উদ্ধার করবে, সম্মোহনী কথা বলা স্বৈরিণী মহিলার হাত থেকেও করবে,
Izbavljajuæi te od žene tuðe, od tuðinke, koja laska svojim rijeèima,
17 যে তার যৌবনাবস্থাতেই স্বামীকে ত্যাগ করেছে ও ঈশ্বরের সামনে করা তার চুক্তি উপেক্ষা করেছে।
Koja ostavlja voða mladosti svoje, i zaboravlja zavjet Boga svojega.
18 নিশ্চয় তার বাড়ি মৃত্যুর দিকে পা বাড়ায় ও তার পথ মৃত মানুষের আত্মাদের দিকে এগিয়ে যায়।
Jer k smrti vodi dom njezin, i k mrtvima staze njezine.
19 যারা তার কাছে যায় তারা কেউ আর ফিরে আসে না বা জীবনের পথও অর্জন করে না।
Ko god uðe k njoj ne vraæa se, niti izlazi na put životni.
20 এইভাবে তুমি সুশীলদের পথে চলবে ও ধার্মিকদের পথ অবলম্বন করবে।
Zato hodi putem dobrijeh, i drži se staza pravednièkih.
21 কারণ ন্যায়পরায়ণরাই দেশে বসবাস করবে, ও অনিন্দনীয়রাই সেখানে অবশিষ্ট থাকবে;
Jer æe pravednici nastavati na zemlji, i bezazleni æe ostati na njoj.
22 কিন্তু দুষ্টেরা দেশ থেকে বিচ্ছিন্ন হবে, ও অবিশ্বস্ত লোকেরা সেখান থেকে নির্মূল হবে।
A bezbožni æe se istrijebiti sa zemlje, i bezakonici æe se išèupati iz nje.

< হিতোপদেশ 2 >