< যিহোশূয়ের বই 12 >

1 এঁরাই হলেন সেই দেশের রাজারা, যাঁদের ইস্রায়েলীরা পরাজিত করল এবং যাঁদের এলাকা জর্ডন নদীর পূর্বপারে, অর্ণোন গিরিখাত থেকে হর্মোণ পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল, সেই এলাকা এবং অরাবার পূর্বদিকের সমস্ত এলাকা তারা দখল করল:
Šie nu ir tās zemes ķēniņi, ko Israēla bērni ir kāvuši un viņu zemi ieņēmuši, viņpus Jardānes pret saules uzlēkšanu no Arnonas upes līdz Hermona kalnam un visu klajumu pret rītiem:
2 ইমোরীয়দের রাজা সীহোন, যিনি হিষ্‌বোনে রাজত্ব করতেন। অর্ণোন গিরিখাতের প্রান্তে অরোয়ের থেকে—গিরিখাতের মাঝামাঝি থেকে—অম্মোনীয়দের সীমানারূপে চিহ্নিত যব্বোক নদী পর্যন্ত বিস্তৃত এলাকা তাঁর শাসনাধীন ছিল। গিলিয়দের অর্ধেক অংশও এর অন্তর্ভুক্ত।
Sihons, Amoriešu ķēniņš, kas Hešbonā dzīvoja, valdīdams no Aroēra, kas Arnonas upes malā, un no tās upes vidus, un par vienu Gileādas pusi un līdz Jabokas upei, kas ir Amona bērnu robeža,
3 এছাড়াও গালীল সাগর থেকে অরাবা সাগর (অর্থাৎ, মরুসাগর) পর্যন্ত এবং বেথ-যিশীমোৎ ও পরে পিস্‌গার ঢালের নিচে, দক্ষিণ দিক পর্যন্ত তাঁর শাসনাধীন ছিল।
Un par to klajumu līdz Ķinerotes jūrai pret rītiem, un līdz tai klajuma jūrai, tai sāls jūrai pret rītiem, uz to ceļu līdz BetJezimotam, un dienvidu pusē apakš Pizgas kalna.
4 আর বাশনের রাজা সেই ওগের এলাকা, যিনি রফায়ীয়দের শেষদিকের একজন রাজা, ও যিনি অষ্টারোতে ও ইদ্রিয়ীতে রাজত্ব করতেন।
Un Oga, Basanas ķēniņa, robežas; tas bija atlicis no tiem milžu ļaudīm, un dzīvoja Astarotā un Edrejā,
5 হর্মোণ পর্বত, সল্‌খা, গশূর ও মাখার লোকদের সীমানা পর্যন্ত সমস্ত বাশন এবং হিষ্‌বোনের রাজা সীহোনের রাজ্যের সীমানা পর্যন্ত বিস্তৃত গিলিয়দের অর্ধেক অংশ তাঁর শাসনাধীন ছিল।
Un valdīja par Hermona kalnu un par Zalku un par visu Basanu līdz Gešuriešu un Maāhatiešu robežām un tai vienā Gileādas pusē līdz Sihona, Hešbonas ķēniņa, robežām.
6 সদাপ্রভুর দাস মোশি এবং ইস্রায়েলীরা তাঁদের উপর জয়লাভ করেন। আর সদাপ্রভুর দাস মোশি তাঁদের দেশটি অধিকাররূপে রূবেণীয় ও গাদীয়দের এবং মনঃশির অর্ধেক বংশকে দিয়েছিলেন।
Mozus, Tā Kunga kalps, un Israēla bērni tos kāva, un Mozus, Tā Kunga kalps, to deva Rūbeniešiem un Gadiešiem un Manasus pusciltij par daļu.
7 জর্ডন নদীর পশ্চিমদিকে, লেবানন উপত্যকার বায়াল-গাদ থেকে যা সেয়ীরের দিকে উঠে যায়, সেই হালক পর্বত পর্যন্ত বিস্তৃত যে দেশটি যিহোশূয় ও ইস্রায়েলীরা জয় করলেন, সেখানকার রাজাদের এক তালিকা এখানে দেওয়া হল। যিহোশূয় তাঁদের দেশগুলি এক অধিকাররূপে গোষ্ঠী-বিভাগ অনুসারে ইস্রায়েলের বিভিন্ন বংশকে দিয়েছিলেন।
Šie nu ir tās zemes ķēniņi, ko Jozuas un Israēla bērni kāva šaipus Jardānes pret vakariem, no Baāl-Gada Lībanus lejā līdz Ālaka kalnam, kas uz Seīru stiepjas, (un Jozuas to deva Israēla ciltīm par īpašumu pēc viņu daļām, )
8 এই দেশগুলিতে পার্বত্য প্রদেশ, পশ্চিমী পাহাড়ের পাদদেশ, অরাবা, পর্বতের ঢাল, মরুপ্রান্তর ও নেগেভ যুক্ত ছিল। এগুলি হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের দেশ। এঁরাই সেইসব রাজা:
Kalnos un ielejās un klajumos un pakalnos un tuksnesī un pret dienasvidu: Hetieši, Amorieši, Kanaānieši, Ferezieši, Hivieši un Jebusieši.
9 যিরীহোর রাজা একজন (বেথেলের নিকটবর্তী) অয়ের রাজা একজন
Jērikus ķēniņš viens; Ajas ķēniņš, kas sānis Bētelei, viens;
10 জেরুশালেমের রাজা একজন হিব্রোণের রাজা একজন
Jeruzālemes ķēniņš viens; Hebrones ķēniņš viens;
11 যর্মূতের রাজা একজন লাখীশের রাজা একজন
Jarmutes ķēniņš viens; Lākisas ķēniņš viens;
12 ইগ্লোনের রাজা একজন গেষরের রাজা একজন
Eglonas ķēniņš viens; Ģezeras ķēniņš viens;
13 দবীরের রাজা একজন গেদরের রাজা একজন
Debiras ķēniņš viens; Ģederas ķēniņš viens;
14 হর্মার রাজা একজন অরাদের রাজা একজন
Hormas ķēniņš viens; Aradas ķēniņš viens;
15 লিব্‌নার রাজা একজন অদুল্লমের রাজা একজন
Libnas ķēniņš viens; Adulamas ķēniņš viens;
16 মক্কেদার রাজা একজন বেথেলের রাজা একজন
Maķedas ķēniņš viens; Bēteles ķēniņš viens;
17 তপূহের রাজা একজন হেফরের রাজা একজন
Tapuas ķēniņš viens; Heferas ķēniņš viens;
18 অফেকের রাজা একজন লশারোণের রাজা একজন
Afekas ķēniņš viens; LāŠaronas ķēniņš viens;
19 মাদোনের রাজা একজন হাৎসোরের রাজা একজন
Madonas ķēniņš viens; Hacoras ķēniņš viens;
20 শিম্রোণ-মেরোণের রাজা একজন অক্‌ষফের রাজা একজন
Šimron-Meronas ķēniņš viens; Akšafas ķēniņš viens;
21 তানকের রাজা একজন মগিদ্দোর রাজা একজন
Taēnakas ķēniņš viens; Meģidus ķēniņš viens;
22 কেদশের রাজা একজন কর্মিলে যক্নিয়ামের রাজা একজন
Kēdesas ķēniņš viens; Jokneamas ķēniņš pie Karmeļa viens;
23 (নাফোৎ-দোরে) দোরের রাজা একজন গিল্‌গলে গয়িমের রাজা একজন
Doras ķēniņš Navat-Dorā viens; Gojimu ķēniņš Gilgalā viens;
24 তির্সার রাজা একজন মোট একত্রিশ জন রাজা।
Tircas ķēniņš viens; visi šie ķēniņi ir trīsdesmit un viens.

< যিহোশূয়ের বই 12 >