< ইয়োবের বিবরণ 25 >
1 পরে শূহীয় বিল্দদ উত্তর দিলেন:
Entonces Baldad suhita, tomó la palabra y dijo:
2 “আধিপত্য ও সম্ভ্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়; স্বর্গের উচ্চতায় তিনি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন।
“Suyos son el dominio y el terror, Él mantiene la paz en sus alturas,
3 তাঁর বাহিনীর সংখ্যা কি গুনে রাখা যায়? এমন কে আছে যার উপর তাঁর আলো উদিত হয় না?
¿No es innumerable su milicia? ¿Sobre quién no se levanta su luz?
4 ঈশ্বরের সামনে নশ্বর মানুষ তবে কীভাবে ধার্মিক গণিত হবে? স্ত্রী-জাত মানুষ কীভাবে শুচিশুদ্ধ হবে?
¿Cómo podría ser justo el hombre delante de Dios, cómo ser puro el nacido de mujer?
5 যদি তাঁর দৃষ্টিতে চাঁদও উজ্জ্বল নয় ও তারাগুলিও বিশুদ্ধ নয়,
He aquí que ante sus ojos aun la luna no tiene brillo, ni son limpias las estrellas;
6 তবে সেই নশ্বর মানুষ কী, যে এক শূককীটমাত্র— সেই মানুষই বা কী, যে এক কীটমাত্র!”
¡cuánto menos el mortal, ese gusano, el hijo del hombre, que no es más que un vil insecto!”