< ইয়োবের বিবরণ 25 >

1 পরে শূহীয় বিল্‌দদ উত্তর দিলেন:
Då tok Bildad frå Suah til ords og sagde:
2 “আধিপত্য ও সম্ভ্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়; স্বর্গের উচ্চতায় তিনি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন।
«Hjå honom magt og rædsla finst; han i sin himmel freden skaper.
3 তাঁর বাহিনীর সংখ্যা কি গুনে রাখা যায়? এমন কে আছে যার উপর তাঁর আলো উদিত হয় না?
Kven veit talet på hans herar? Kven yverstrålar ei hans ljos?
4 ঈশ্বরের সামনে নশ্বর মানুষ তবে কীভাবে ধার্মিক গণিত হবে? স্ত্রী-জাত মানুষ কীভাবে শুচিশুদ্ধ হবে?
Kor kann ein mann ha rett mot Gud? Er vel ein kvinnefødd uskuldig?
5 যদি তাঁর দৃষ্টিতে চাঁদও উজ্জ্বল নয় ও তারাগুলিও বিশুদ্ধ নয়,
Sjå, månen er’kje klår ein gong, og stjernon’ er’kje reine for han.
6 তবে সেই নশ্বর মানুষ কী, যে এক শূককীটমাত্র— সেই মানুষই বা কী, যে এক কীটমাত্র!”
Enn mannen då, den vesle krypen? Menneskjebarnet, denne makk?»

< ইয়োবের বিবরণ 25 >