< ইয়োবের বিবরণ 25 >
1 পরে শূহীয় বিল্দদ উত্তর দিলেন:
Nu nam Bildad van Sjóeach het woord, en sprak:
2 “আধিপত্য ও সম্ভ্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়; স্বর্গের উচ্চতায় তিনি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন।
Hem is de macht en de schrik, Hem, die vrede gebiedt in zijn hoge hemel!
3 তাঁর বাহিনীর সংখ্যা কি গুনে রাখা যায়? এমন কে আছে যার উপর তাঁর আলো উদিত হয় না?
Zijn soms zijn legioenen te tellen, Tegen wien staan zijn troepen niet op!
4 ঈশ্বরের সামনে নশ্বর মানুষ তবে কীভাবে ধার্মিক গণিত হবে? স্ত্রী-জাত মানুষ কীভাবে শুচিশুদ্ধ হবে?
Hoe kan dan een mens tegen God in zijn recht zijn, Of rein, die uit een vrouw is geboren?
5 যদি তাঁর দৃষ্টিতে চাঁদও উজ্জ্বল নয় ও তারাগুলিও বিশুদ্ধ নয়,
Zie, zelfs de maan is niet helder, De sterren zijn niet rein in zijn ogen:
6 তবে সেই নশ্বর মানুষ কী, যে এক শূককীটমাত্র— সেই মানুষই বা কী, যে এক কীটমাত্র!”
Hoeveel minder een mens, een aas, Een mensenkind, een worm!