< ১ম করিন্থীয় 2 >
1 ভাইবোনেরা, আমি যখন তোমাদের কাছে গিয়েছিলাম, আমি কোনো বাক্যের অলংকার ব্যবহার বা জ্ঞানের উৎকৃষ্টতায় তোমাদের কাছে ঈশ্বরের সাক্ষ্য ঘোষণা করতে যাইনি।
ཧེ བྷྲཱཏརོ ཡུཥྨཏྶམཱིཔེ མམཱགམནཀཱལེ྅ཧཾ ཝཀྟྲྀཏཱཡཱ ཝིདྱཱཡཱ ཝཱ ནཻཔུཎྱེནེཤྭརསྱ སཱཀྵྱཾ པྲཙཱརིཏཝཱན྄ ཏནྣཧི;
2 কারণ আমি মনস্থির করেছিলাম, তোমাদের সঙ্গে থাকার সময়, আমি যীশু খ্রীষ্ট ও তাঁকে ক্রুশবিদ্ধ বলে জানা ছাড়া আর কিছুই জানতে চাইব না।
ཡཏོ ཡཱིཤུཁྲཱིཥྚཾ ཏསྱ ཀྲུཤེ ཧཏཏྭཉྩ ཝིནཱ ནཱནྱཏ྄ ཀིམཔི ཡུཥྨནྨདྷྱེ ཛྙཱཔཡིཏུཾ ཝིཧིཏཾ བུདྡྷཝཱན྄།
3 আমি দুর্বলতায় ও ভয়ে এবং মহাকম্পিত হয়ে তোমাদের কাছে গিয়েছিলাম।
ཨཔརཉྩཱཏཱིཝ དཽརྦྦལྱབྷཱིཏིཀམྤཡུཀྟོ ཡུཥྨཱབྷིཿ སཱརྡྡྷམཱསཾ།
4 আমার বার্তা ও আমার প্রচার কোনও জ্ঞানের বা প্রেরণা দেওয়ার বাক্যযুক্ত ছিল না, কিন্তু ছিল পবিত্র আত্মার পরাক্রমের প্রদর্শনযুক্ত,
ཨཔརཾ ཡུཥྨཱཀཾ ཝིཤྭཱསོ ཡཏ྄ མཱནུཥིཀཛྙཱནསྱ ཕལཾ ན བྷཝེཏ྄ ཀིནྟྭཱིཤྭརཱིཡཤཀྟེཿ ཕལཾ བྷཝེཏ྄,
5 যেন তোমাদের বিশ্বাস মানবীয় জ্ঞানের উপরে প্রতিষ্ঠিত না হয়ে ঈশ্বরের পরাক্রমের উপরে হয়।
ཏདརྠཾ མམ ཝཀྟྲྀཏཱ མདཱིཡཔྲཙཱརཤྩ མཱནུཥིཀཛྙཱནསྱ མདྷུརཝཱཀྱསམྦལིཏཽ ནཱསྟཱཾ ཀིནྟྭཱཏྨནཿ ཤཀྟེཤྩ པྲམཱཎཡུཀྟཱཝཱསྟཱཾ།
6 যারা পরিণত তাদের কাছে আমরা জ্ঞানের কথা বলে থাকি, তা কিন্তু এই যুগের জ্ঞান অনুযায়ী নয় বা এই যুগের শাসকদেরও নয়, যারা ক্রমেই মূল্যহীন হয়ে পড়ছেন। (aiōn )
ཝཡཾ ཛྙཱནཾ བྷཱཥཱམཧེ ཏཙྩ སིདྡྷལོཀཻ རྫྙཱནམིཝ མནྱཏེ, ཏདིཧལོཀསྱ ཛྙཱནཾ ནཧི, ཨིཧལོཀསྱ ནཤྭརཱཎཱམ྄ ཨདྷིཔཏཱིནཱཾ ཝཱ ཛྙཱནཾ ནཧི; (aiōn )
7 না, আমরা ঈশ্বরের গোপন জ্ঞানের কথা বলি, যে নিগূঢ়তত্ত্ব গুপ্ত ছিল, যা সময় শুরু হওয়ার আগেই ঈশ্বর আমাদের মহিমার জন্য নির্দিষ্ট করে রেখেছিলেন। (aiōn )
ཀིནྟུ ཀཱལཱཝསྠཱཡཱཿ པཱུཪྻྭསྨཱད྄ ཡཏ྄ ཛྙཱནམ྄ ཨསྨཱཀཾ ཝིབྷཝཱརྠམ྄ ཨཱིཤྭརེཎ ནིཤྩིཏྱ པྲཙྪནྣཾ ཏནྣིགཱུཌྷམ྄ ཨཱིཤྭརཱིཡཛྙཱནཾ པྲབྷཱཥཱམཧེ། (aiōn )
8 এই যুগের শাসকদের কেউই তা বুঝতে পারেননি, কারণ যদি পারতেন, তাহলে তাঁরা মহিমার প্রভুকে ক্রুশবিদ্ধ করতেন না। (aiōn )
ཨིཧལོཀསྱཱདྷིཔཏཱིནཱཾ ཀེནཱཔི ཏཏ྄ ཛྙཱནཾ ན ལབྡྷཾ, ལབྡྷེ སཏི ཏེ པྲབྷཱཝཝིཤིཥྚཾ པྲབྷུཾ ཀྲུཤེ ནཱཧནིཥྱན྄། (aiōn )
9 কিন্তু, যেমন লেখা আছে, “কোনো চোখ যা দেখেনি, কোনো কান যা শোনেনি, কোনো মানুষের মনে যা আসেনি, যারা তাঁকে ভালোবাসে, ঈশ্বর তাদের জন্য তাই প্রস্তুত করেছেন।”
ཏདྭལླིཁིཏམཱསྟེ, ནེཏྲེཎ ཀྐཱཔི ནོ དྲྀཥྚཾ ཀརྞེནཱཔི ཙ ན ཤྲུཏཾ། མནོམདྷྱེ ཏུ ཀསྱཱཔི ན པྲཝིཥྚཾ ཀདཱཔི ཡཏ྄། ཨཱིཤྭརེ པྲཱིཡམཱཎཱནཱཾ ཀྲྀཏེ ཏཏ྄ ཏེན སཉྩིཏཾ།
10 কিন্তু ঈশ্বর, তাঁর আত্মার দ্বারা, সেসব আমাদের কাছে প্রকাশ করেছেন। আত্মা সকল বিষয়ের, এমনকি, ঈশ্বরের নিগূঢ় বিষয়গুলিও অনুসন্ধান করেন।
ཨཔརམཱིཤྭརཿ སྭཱཏྨནཱ ཏདསྨཱཀཾ སཱཀྵཱཏ྄ པྲཱཀཱཤཡཏ྄; ཡཏ ཨཱཏྨཱ སཪྻྭམེཝཱནུསནྡྷཏྟེ ཏེན ཙེཤྭརསྱ མརྨྨཏཏྟྭམཔི བུདྷྱཏེ།
11 কারণ মানুষের অন্তরের আত্মা ছাড়া কোনো মানুষের চিন্তা কে জানতে পারে? একইভাবে, ঈশ্বরের চিন্তাভাবনা ঈশ্বরের আত্মা ছাড়া আর কেউই জানতে পারে না।
མནུཛསྱཱནྟཿསྠམཱཏྨཱནཾ ཝིནཱ ཀེན མནུཛེན ཏསྱ མནུཛསྱ ཏཏྟྭཾ བུདྷྱཏེ? ཏདྭདཱིཤྭརསྱཱཏྨཱནཾ ཝིནཱ ཀེནཱཔཱིཤྭརསྱ ཏཏྟྭཾ ན བུདྷྱཏེ།
12 আমরা জগতের আত্মাকে লাভ করিনি, কিন্তু লাভ করেছি সেই আত্মাকে, যিনি ঈশ্বর থেকে নির্গত হয়েছেন, যেন আমরা বুঝতে পারি, ঈশ্বর বিনামূল্যে আমাদের কী দান করেছেন।
ཝཡཉྩེཧལོཀསྱཱཏྨཱནཾ ལབྡྷཝནྟསྟནྣཧི ཀིནྟྭཱིཤྭརསྱཻཝཱཏྨཱནཾ ལབྡྷཝནྟཿ, ཏཏོ ཧེཏོརཱིཤྭརེཎ སྭཔྲསཱདཱད྄ ཨསྨབྷྱཾ ཡད྄ ཡད྄ དཏྟཾ ཏཏྶཪྻྭམ྄ ཨསྨཱབྷི རྫྙཱཏུཾ ཤཀྱཏེ།
13 আমরা একথাই বলি, মানুষের জ্ঞান দ্বারা আমাদের শেখানো ভাষায় নয়, কিন্তু পবিত্র আত্মার দ্বারা শেখানো ভাষায়, যা আত্মিক বিভিন্ন সত্যকে আত্মিক ভাষায় ব্যক্ত করে।
ཏཙྩཱསྨཱབྷི རྨཱནུཥིཀཛྙཱནསྱ ཝཱཀྱཱནི ཤིཀྵིཏྭཱ ཀཐྱཏ ཨིཏི ནཧི ཀིནྟྭཱཏྨཏོ ཝཱཀྱཱནི ཤིཀྵིཏྭཱཏྨིཀཻ ཪྻཱཀྱཻརཱཏྨིཀཾ བྷཱཝཾ པྲཀཱཤཡདྦྷིཿ ཀཐྱཏེ།
14 প্রাকৃতিক মানুষ ঈশ্বরের আত্মা থেকে আগত বিষয়গুলি গ্রহণ করতে পারে না, কারণ সেসব তার কাছে মূর্খতা। সে সেগুলি বুঝতেও পারে না, কারণ সেগুলিকে আত্মিকভাবে বিচার-বিশ্লেষণ করতে হয়।
པྲཱཎཱི མནུཥྱ ཨཱིཤྭརཱིཡཱཏྨནཿ ཤིཀྵཱཾ ན གྲྀཧླཱཏི ཡཏ ཨཱཏྨིཀཝིཙཱརེཎ སཱ ཝིཙཱཪྻྱེཏི ཧེཏོཿ ས ཏཱཾ པྲལཱཔམིཝ མནྱཏེ བོདྡྷུཉྩ ན ཤཀྣོཏི།
15 আত্মিক চেতনা সম্পন্ন মানুষ সব বিষয়েরই বিচার করে, কিন্তু সে স্বয়ং কোনো মানুষের বিচারাধীন হয় না।
ཨཱཏྨིཀོ མཱནཝཿ སཪྻྭཱཎི ཝིཙཱརཡཏི ཀིནྟུ སྭཡཾ ཀེནཱཔི ན ཝིཙཱཪྻྱཏེ།
16 “কারণ প্রভুর মন কে জানতে পেরেছে, যে তাঁকে পরামর্শ দান করতে পারে?” কিন্তু খ্রীষ্টের মন আমাদের আছে।
ཡཏ ཨཱིཤྭརསྱ མནོ ཛྙཱཏྭཱ ཏམུཔདེཥྚུཾ ཀཿ ཤཀྣོཏི? ཀིནྟུ ཁྲཱིཥྚསྱ མནོ྅སྨཱབྷི རླབྡྷཾ།