< বংশাবলির প্রথম খণ্ড 1 >
1 আদমের বংশধরেরা হলেন শেথ, ইনোশ,
亚当生塞特;塞特生以挪士;
3 হনোক, মথূশেলহ, লেমক, নোহ।
雅列生以诺;以诺生玛土撒拉;玛土撒拉生拉麦;
4 নোহের ছেলেরা: শেম, হাম ও যেফৎ।
拉麦生挪亚;挪亚生闪、含、雅弗。
5 যেফতের ছেলেরা: গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস।
雅弗的儿子是歌篾、玛各、玛代、雅完、土巴、米设、提拉。
6 গোমরের ছেলেরা: অস্কিনস, রীফৎ এবং তোগর্ম।
歌篾的儿子是亚实基拿、低法、陀迦玛。
7 যবনের ছেলেরা: ইলীশা, তর্শীশ, কিত্তীম এবং রোদানীম।
雅完的儿子是以利沙、他施、基提、多单。
8 হামের ছেলেরা: কূশ, মিশর, পূট ও কনান।
含的儿子是古实、麦西、弗、迦南。
9 কূশের ছেলেরা: সবা, হবীলা, সব্তা, রয়মা ও সব্তেকা। রয়মার ছেলেরা: শিবা ও দদান।
古实的儿子是西巴、哈腓拉、撒弗他、拉玛、撒弗提迦。拉玛的儿子是示巴、底但。
10 কূশ সেই নিম্রোদের বাবা, যিনি পৃথিবীতে এক বলশালী যোদ্ধা হয়ে উঠলেন।
古实生宁录;他为世上英雄之首。
11 মিশর ছিলেন সেই লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়,
麦西生路低人、亚拿米人、利哈比人、拿弗土希人、
12 পথ্রোষীয়, কস্লূহীয় (যাদের থেকে ফিলিস্তিনীরা উৎপন্ন হয়েছে) ও কপ্তোরীয়দের বাবা।
帕斯鲁细人、迦斯路希人、迦斐托人;从迦斐托出来的有非利士人。
13 কনান ছিলেন তাঁর বড়ো ছেলে সীদোনের, ও হিত্তীয়,
迦南生长子西顿,又生赫
14 যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়,
和耶布斯人、亚摩利人、革迦撒人、
15 হিব্বীয়, অর্কীয়, সীনীয়,
希未人、亚基人、西尼人、
16 অর্বদীয়, সমারীয় ও হমাতীয়দের বাবা।
亚瓦底人、洗玛利人,并哈马人。
17 শেমের ছেলেরা: এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ ও অরাম। অরামের ছেলেরা: ঊষ, হূল, গেথর ও মেশক।
闪的儿子是以拦、亚述、亚法 撒、路德、亚兰、乌斯、户勒、基帖、米设。
18 অর্ফক্ষদ হলেন শেলহের বাবা, এবং শেলহ ছিলেন এবরের বাবা।
亚法撒生沙拉;沙拉生希伯。
19 এবরের দুটি ছেলের জন্ম হল: একজনের নাম দেওয়া হল পেলগ, কারণ তাঁর সময়কালেই পৃথিবী বিভিন্ন ভাষাবাদী জাতির আধারে বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম দেওয়া হল যক্তন।
希伯生了两个儿子:一个名叫法勒,因为那时人就分地居住;法勒的兄弟名叫约坍。
20 যক্তন হলেন অলমোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ,
约坍生亚摩答、沙列、哈萨玛非、耶拉、
23 ওফীর, হবীলা ও যোববের বাবা। তারা সবাই যক্তনের বংশধর ছিলেন।
阿斐、哈腓拉、约巴。这都是约坍的儿子。
27 ও অব্রাম (অর্থাৎ, অব্রাহাম)।
他拉生亚伯兰,亚伯兰就是亚伯拉罕。
28 অব্রাহামের ছেলেরা: ইস্হাক ও ইশ্মায়েল।
亚伯拉罕的儿子是以撒、以实玛利。
29 এই তাদের বংশধরেরা: ইশ্মায়েলের বড়ো ছেলে নবায়োৎ, এছাড়াও কেদর, অদবেল, মিবসম,
以实玛利的儿子记在下面:以实玛利的长子是尼拜约,其次是基达、押德别、米比衫、
30 মিশমা, দুমা, মসা, হদদ, তেমা,
米施玛、度玛、玛撒、哈达、提玛、
31 যিটূর, নাফীশ ও কেদমা। তারাও ইশ্মায়েলের ছেলে।
伊突、拿非施、基底玛。这都是以实玛利的儿子。
32 অব্রাহামের উপপত্নী কটূরার গর্ভে যে ছেলেদের জন্ম হল, তারা হলেন: সিম্রণ, যক্ষণ, মদান, মিদিয়ন, যিষবক ও শূহ। যক্ষণের ছেলেরা: শিবা ও দদান।
亚伯拉罕的妾基土拉所生的儿子,就是心兰、约珊、米但、米甸、伊施巴、书亚。约珊的儿子是示巴、底但。
33 মিদিয়নের ছেলেরা: ঐফা, এফর, হনোক, অবীদ ও ইলদায়া। এরা সবাই কটূরার বংশধর ছিলেন।
米甸的儿子是以法、以弗、哈诺、亚比大、以勒大。这都是基土拉的子孙。
34 অব্রাহাম ছিলেন ইস্হাকের বাবা। ইস্হাকের ছেলেরা: এষৌ ও ইস্রায়েল।
亚伯拉罕生以撒;以撒的儿子是以扫和以色列。
35 এষৌর ছেলেরা: ইলীফস, রূয়েল, যিয়ূশ, যালম ও কোরহ।
以扫的儿子是以利法、流珥、耶乌施、雅兰、可拉。
36 ইলীফসের ছেলেরা: তৈমন, ওমার, সেফো, গয়িতম ও কনস; তিম্নার ছেলে: অমালেক।
以利法的儿子是提幔、阿抹、洗玻、迦坦、基纳斯、亭纳、亚玛力。
37 রূয়েলের ছেলেরা: নহৎ, সেরহ, শম্ম ও মিসা।
流珥的儿子是拿哈、谢拉、沙玛、米撒。
38 সেয়ীরের ছেলেরা: লোটন, শোবল, শিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন।
西珥的儿子是罗坍、朔巴、祭便、亚拿、底顺、以察、底珊。
39 লোটনের ছেলেরা: হোরি ও হোমম। তিম্না ছিলেন লোটনের বোন।
罗坍的儿子是何利、荷幔;罗坍的妹子是亭纳。
40 শোবলের ছেলেরা: অলবন, মানহৎ, এবল, শফী ও ওনম। সিবিয়োনের ছেলেরা: অয়া ও অনা।
朔巴的儿子是亚勒文、玛拿辖、以巴录、示非、阿南。祭便的儿子是亚雅、亚拿。
41 অনার সন্তানেরা: দিশোন। দিশোনের ছেলেরা: হিমদন, ইশ্বন, যিত্রণ ও করাণ।
亚拿的儿子是底顺。底顺的儿子是哈默兰、伊是班、益兰、基兰。
42 এৎসরের ছেলেরা: বিলহন, সাবন ও আকন। দীশনের ছেলেরা: ঊষ ও অরাণ।
以察的儿子是辟罕、撒番、亚干。底珊的儿子是乌斯、亚兰。
43 কোনও ইস্রায়েলী রাজা রাজত্ব করার আগে যে রাজারা ইদোমে রাজত্ব করে গেলেন, তারা হলেন: বিয়োরের ছেলে বেলা, যাঁর রাজধানী নগরের নাম দেওয়া হল দিনহাবা।
以色列人未有君王治理之先,在以东地作王的记在下面:有比珥的儿子比拉,他的京城名叫亭哈巴。
44 বেলা যখন মারা যান, বস্রানিবাসী সেরহের ছেলে যোবব তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
比拉死了,波斯拉人谢拉的儿子约巴接续他作王。
45 যোবব যখন মারা যান, তৈমন দেশ থেকে আগত হূশম রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
约巴死了,提幔地的人户珊接续他作王。
46 হূশম যখন মারা যান, বেদদের ছেলে সেই হদদ তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন, যিনি মোয়াব দেশে মিদিয়নীয়দের পরাজিত করলেন। তাঁর নগরের নাম দেওয়া হল অবীৎ।
户珊死了,比达的儿子哈达接续他作王。这哈达就是在摩押地杀败米甸人的,他的京城名叫亚未得。
47 হদদ যখন মারা যান, মস্রেকানিবাসী সম্ল তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
哈达死了,玛士利加人桑拉接续他作王。
48 সম্ল যখন মারা যান, সেই নদীর নিকটবর্তী রহোবোৎ নিবাসী শৌল তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
桑拉死了,大河边的利河伯人扫罗接续他作王。
49 শৌল যখন মারা যান, অকবোরের ছেলে বায়াল-হানন তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
扫罗死了,亚革波的儿子巴勒·哈南接续他作王。
50 বায়াল-হানন যখন মারা যান, হদদ রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। তাঁর নগরের নাম দেওয়া হল পায়ূ, এবং তাঁর স্ত্রীর নাম মহেটবেল, যিনি মট্রেদের মেয়ে, ও মেষাহবের নাতনি ছিলেন।
巴勒·哈南死了,哈达接续他作王。他的京城名叫巴伊,他的妻子名叫米希她别,是米·萨合的孙女,玛特列的女儿。
51 হদদও মারা গেলেন। ইদোমের দলপতিরা হলেন: তিম্ন, অলবা, যিথেৎ,
哈达死了,以东人的族长有亭纳族长、亚勒瓦族长、耶帖族长、
54 মগ্দীয়েল ও ঈরম। এরাই ইদোমের দলপতি ছিলেন।
玛基叠族长、以兰族长。这都是以东人的族长。