< গীতসংহিতা 82 >
1 ১ আসফের গান। তথাকথিত ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দাঁড়ান, তিনি ঈশ্বরের মধ্যে বিচার করেন।
A Psalm of Asaph. God standeth in the congregation of God; in the midst of the judges He judgeth:
2 ২ তোমরা আর কতদিন অন্যায় বিচার করবে ও দুষ্টদের মুখাপেক্ষা করবে?
'How long will ye judge unjustly, and respect the persons of the wicked? (Selah)
3 ৩ দরিদ্র ও পিতৃহীনদের বিচার কর; দুঃখী ও নিঃস্ব লোকদের প্রতি ন্যায় ব্যবহার কর।
Judge the poor and fatherless; do justice to the afflicted and destitute.
4 ৪ দরিদ্র ও অভাবগ্রস্তদের রক্ষা কর; দুষ্টদের হাত থেকে তাদের উদ্ধার কর।
Rescue the poor and needy; deliver them out of the hand of the wicked.
5 ৫ ওরা জানে না, বোঝে না ওরা অন্ধকারে যাতায়াত করে; পৃথিবীর সমস্ত ভিত্তিমূল কম্পিত হচ্ছে;
They know not, neither do they understand; they go about in darkness; all the foundations of the earth are moved.
6 ৬ আমি বলেছি, তোমরা সর্বশক্তিমান ঈশ্বর, তোমরা সকলে মহান ঈশ্বরের সন্তান;
I said: Ye are godlike beings, and all of you sons of the Most High.
7 ৭ কিন্তু তোমরা মানুষের মত মরবে, একজন শাসনকর্ত্তার মতই মারা যাবে।
Nevertheless ye shall die like men, and fall like one of the princes.'
8 ৮ হে ঈশ্বর, ওঠ, পৃথিবীর বিচার কর; কারণ তুমিই সমস্ত জাতিকে অধিকার করবে।
Arise, O God, judge the earth; for Thou shalt possess all nations.