< গীতসংহিতা 150 >

1 তোমরা সদাপ্রভুুর প্রশংসা কর। ঈশ্বরের পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর; তাঁর পরাক্রমী স্বর্গে তাঁর প্রশংসা কর।
Louez Yah! Louez Dieu dans son sanctuaire! Louez-le dans ses cieux pour ses actes de puissance!
2 তাঁর পরাক্রমী কাজের জন্য তাঁর প্রশংসা কর; প্রশংসা কর তাঁর তুলনাহীন উদারতার জন্য।
Louez-le pour ses actes puissants! Louez-le selon son excellente grandeur!
3 তাঁর প্রশংসা কর শিঙা বাজিয়ে; বাঁশী এবং বীণা বাজিয়ে তাঁর প্রশংসা কর।
Louez-le au son de la trompette! Louez-le avec la harpe et la lyre!
4 তাঁর প্রশংসা কর খঞ্জনি বাজিয়ে এবং নৃত্য সহকারে তাঁর প্রশংসা কর তারযুক্ত যন্ত্রের সাহায্যে এবং বাঁশী বাজিয়ে।
Louez-le avec des tambourins et des danses! Louez-le avec les instruments à cordes et la flûte!
5 তাঁর প্রশংসা কর উচ্চ করতালে; উচ্চধ্বনি করতাল সহকারে তাঁর প্রশংসা কর।
Louez-le avec de fortes cymbales! Louez-le avec des cymbales retentissantes!
6 শ্বাসবিশিষ্ট সকলেই সদাপ্রভুুর প্রশংসা করুক। সদাপ্রভুুর প্রশংসা কর।
Quetout ce qui respire loue Yahvé! Louez Yah!

< গীতসংহিতা 150 >