< গীতসংহিতা 150 >
1 ১ তোমরা সদাপ্রভুুর প্রশংসা কর। ঈশ্বরের পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর; তাঁর পরাক্রমী স্বর্গে তাঁর প্রশংসা কর।
Praise ye the LORD. Praise God in his sanctuary: praise him in the firmament of his power.
2 ২ তাঁর পরাক্রমী কাজের জন্য তাঁর প্রশংসা কর; প্রশংসা কর তাঁর তুলনাহীন উদারতার জন্য।
Praise him for his mighty acts: praise him according to his excellent greatness.
3 ৩ তাঁর প্রশংসা কর শিঙা বাজিয়ে; বাঁশী এবং বীণা বাজিয়ে তাঁর প্রশংসা কর।
Praise him with the sound of the trumpet: praise him with the psaltery and harp.
4 ৪ তাঁর প্রশংসা কর খঞ্জনি বাজিয়ে এবং নৃত্য সহকারে তাঁর প্রশংসা কর তারযুক্ত যন্ত্রের সাহায্যে এবং বাঁশী বাজিয়ে।
Praise him with the timbrel and dance: praise him with stringed instruments and pipes.
5 ৫ তাঁর প্রশংসা কর উচ্চ করতালে; উচ্চধ্বনি করতাল সহকারে তাঁর প্রশংসা কর।
Praise him upon the loud cymbals: praise him upon the high sounding cymbals.
6 ৬ শ্বাসবিশিষ্ট সকলেই সদাপ্রভুুর প্রশংসা করুক। সদাপ্রভুুর প্রশংসা কর।
Let every thing that hath breath praise the LORD. Praise ye the LORD.