< গীতসংহিতা 150 >
1 ১ তোমরা সদাপ্রভুুর প্রশংসা কর। ঈশ্বরের পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর; তাঁর পরাক্রমী স্বর্গে তাঁর প্রশংসা কর।
Halleluja! Looft Jahweh in zijn heiligdom, Looft Hem in het firmament zijner glorie;
2 ২ তাঁর পরাক্রমী কাজের জন্য তাঁর প্রশংসা কর; প্রশংসা কর তাঁর তুলনাহীন উদারতার জন্য।
Looft Hem om zijn machtige daden, Looft Hem om zijn ontzaglijke grootheid!
3 ৩ তাঁর প্রশংসা কর শিঙা বাজিয়ে; বাঁশী এবং বীণা বাজিয়ে তাঁর প্রশংসা কর।
Looft Hem met bazuingeschal, Looft Hem met harp en citer;
4 ৪ তাঁর প্রশংসা কর খঞ্জনি বাজিয়ে এবং নৃত্য সহকারে তাঁর প্রশংসা কর তারযুক্ত যন্ত্রের সাহায্যে এবং বাঁশী বাজিয়ে।
Looft Hem met pauken en koren, Looft Hem op snaren en fluit!
5 ৫ তাঁর প্রশংসা কর উচ্চ করতালে; উচ্চধ্বনি করতাল সহকারে তাঁর প্রশংসা কর।
Looft Hem met schelle cimbalen, Looft Hem met kletterende bekkens!
6 ৬ শ্বাসবিশিষ্ট সকলেই সদাপ্রভুুর প্রশংসা করুক। সদাপ্রভুুর প্রশংসা কর।
Looft Jahweh, alles wat ademt! Halleluja!